নির্ঘুম রাত❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো নির্ঘুম রাতের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG20250316220141.jpg

এখন রাত দুটো বাজে দশ মিনিট। অনেক চেষ্টার পরেও ঘুৃম আসছে না কি কি চষ্টা করলাম জানেন।চাঁদনী রাত। জানালার পর্দার কোন দিয়ে গ্লাসের বাঁধা অতিক্রম করে চাঁদের আলো উঁকিঝুঁকি দিচ্ছে। প্রথমে টিভি বন্ধ করে ফোন পাশে রেখে চোখ বন্ধ করে ঘন্টা খানেক কাটিয়ে দিলাম নাহ ঘুম আসছে না।অস্থির লাগছে তাতে কি আমার বাংলা ব্লগ আছে তো। অস্থিরতা কাটাতে আড্ডা দিতে হাজির হলাম জেনারেল চ্যাটে গিয়ে সবার উদ্দেশ্যে বল্লাম কেউ কি আছেন জেগে থাকলে আসেন আড্ডা দেই।কোন সাড়াশব্দ নেই। বুঝতে বাকি রইলো না যে সারাদিনের রোজা রাখা ক্লান্তশরীরে সবাই ঘুমিয়ে পড়েছে।

এবার ভাবলাম যাক দিনে ব্যাস্ততার জন্য তো কমেন্ট করতে পারিনি এখন করি গিয়ে করলামও কয়েকটা কমেন্ট কিন্তু কানের কাছে ব্যাঙের ঘ্যাংগোর ঘ্যাং ডাকে মনটা আবারও চঞ্চল হয়ে উঠলো।আজকে প্রথম ব্যাঙ ডাকছে এগুলো বৃষ্টির দিনে বের হয় বৃষ্টি প্রার্থনা করে।আজকে আকাশটা মেঘলা দুচার ফোটা বৃষ্টি ও হলো সন্ধ্যার পর একজন্য এই ব্যাঙ বৃষ্টির গান গাইছে।

থেমে থেমে শেয়ালের হাক শুনতে পাচ্ছি সাথে কুকুরের ডাক।যখন শেয়াল কুক কুহু কুক্কুহুয়া বলে ডাকে তখনি কুকুর গুলো দল বেধে ডাক শুরু করে।সেহেরির জন্য মাইকিং করছে।প্রতিদিন করে কোনদিন শুনতে পাই কোনদিন পাই না।অন্যন্য দিন ঘুৃ না আসলে গান শুনিয়ে ঘুমিয়ে যাহ আজ ঘুম আসছে না গানে না অন্য কিছুতে।এতো রাতে একা একা জেগে থাকাটা অনেক ভয়ংকর কারণ চারদিকে শুনশান নীরবতা। একটি গাছের পাতা পড়েও শব্দ পাওয়া যাচ্ছে। কুকুর গুলো বিকট শব্দে ডাকলে মনে হচ্ছে চোর আসলো না কি ডাকাত।ইদানিং চোর ডাকাতকে ভীষণ ভয় আমার।জানি না ভাগ্যে কি আছে দেশের যে পরিস্থিতি তাতে ভয় পাওয়াটা ও আক্রমণ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় সব সময় প্রস্তুতি নিয়ে থাকা উচিত এসব ঘটনার সাথে বানিয়ে নেয়ার জন্য।

সেহেরির জন্য মাইকিং হচ্ছে আর তাতেই যেন আমার সাহস অনেকটা বেড়ে গেলো। নির্ঘুম রাত কাটানোর অনেক স্মৃতি আছে।আসলে আমি টেনশন করলে খাওয়া ও ঘুম দু'টোই নষ্ট হয়ে যায়।আজ আমি আমার কাছের একজনের অপ্রত্যাশিত জীবনের গল্প শুনে এবং তার কান্না জড়িত কথা গুলো শুনে কিছুতেই ঘুমাতে পারছি না।আমার শুনেই যদি এই অবস্থা হয় বেচারি এসব সহ্য করে আছে কিভাবে সেটাই তো কল্পনার বাইরে আমার।আসলে আমাদের কে বাহির থেকে সুখী মনে হলেও আমরা সবাই সুখি নই।সমাজের চোখে মানুষের চোখে সুখি হওয়ার নাটক করতে পারি বেশ ভালো।আমাদের সুখী সুখী মুখের পিছনে অনেক কষ্ট অনেক অবহেলা অনেক কান্না লুকিয়ে থাকে তা কেউ উপলব্ধি করতে পারে না।আসলে আমরা কেউ সুখী নই কোন না কোন ভাবে আমরা বেশি ভাগ মানুষই অসুখী।

কেউ রোগে,কেউ শোকে কেউ বা অতিরিক্ত সুখে অসুখী।

এমন এমন কিছু ঘটনা আছে শুনে বিশ্বাস করা সম্ভব নয় কিন্তুু ঘটনাটি সত্যি। সেরকম এক ব্যাক্তির জীবনের ঘটনার সাক্ষী আমি আর এই ঘটনার সাক্ষী হতে গিয়ে ঘুৃম উধাও।

সকালে মেয়ের স্কুল আছে আমি এখন আবারও ঘুমাতে যাই চেষ্টা করি ঘুমানোর। চেষ্টা করতে তো নেই মানা। ঘুম না আসলে একমাত্র সঙ্গি ফোন আছে তো।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250317_023926.png

IMG_20250316_204309.png

Sort:  
 5 days ago 

PhotoCollage_1742142253062.jpg

 3 days ago 

মাঝে মাঝে এমনটা আমারও হয়।কারও কোনো কষ্টের ঘটনা শুনলে সারারাত ঘুমহীন কাটে।এখন রাতে ব্যাঙ ডাকে। আর রাতের বিভিন্ন বর্ণনা করেছেন পড়ে বেশ ভালো লাগলো। সেই ব্যক্তির কষ্ট দূর হোক এটাই চাওয়া।

 23 hours ago 

গতবছর যখন আমি বাড়িতে ছিলাম এমন অনেক রাত আমার ঘুম হতো না। আমি তখন বেরিয়ে পড়তাম রাতের অন্ধকারে আমাদের গ্রাম ঘুরতে। আহ গ্রামের অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করত। আপনার পোস্ট টা পড়ে সেই কথাগুলো মনে পড়ে গেল আমার।।