ক্যাপসিকাম আর্ট

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240824_132537.jpg

আমার একমাত্র কাজ টিভিতে সারাক্ষণ নিউজ দেখা ও ফোনে ব্লগের কাজ করা ও বার বার ফেসবুকে ঢুকে বন্যা পরিস্থিতি দেশের খবর নেয়া। বন্যায় মানুষের কষ্টের সীমা নেই সীমাহীন কষ্টে দিনপাত ও জিবন ধারণ করছে মানুষ।বন্যাপরিস্থিতি দেখলে চোখের জল ধরে রাখা কষ্টের।অনেক সরকারি বেসরকারি ছাত্ররা এগিয়ে গেছে কিন্তুু তাতেও অনেকেই অনাহারে আছে।আমি একটি খবর এই মাত্র টেলিভিশনে শুনে অবাক হলাম যে এই পরিস্থিতিতে না কি স্পিরিট বোর্ড নিয়ে গিয়ে বন্যায় বন্দি মানুষের বাড়িতে গিয়ে ডাকাতি হচ্ছে। এটা জানার পর আমি যে মানুষ এটা পরিচয় দিতেও লজ্জা হচ্ছে।আমরা কি দেশে আছি যে দেশে কিছু মানুষ জীবন বাজি রেখে বন্যায় আটকে পড়া মানুষের সেবায় ও উদ্ধার কাজে ব্যস্ত অন্য দিকে অনেক মানুষ ডাকাতি করতে ব্যাস্ত।কিচ্ছু বলার নেই করার নেই।একটা কথাই বলার আমাদের সাধ্যমত বন্যার্তদের সেবায় যে যা পারে সাহায্য দেয়া দরকার আমিও দিয়েছি তবে অবশ্যই জেনে শুনে দিতে হবে। খুব ভালো হয় ছাত্রদের কিংবা সরকারি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে দিলে।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ক্যাপসিকাম আর্ট পদ্ধতি।

ক্যাপসিকাম সুন্দর একটি জনপ্রিয় সবজি।ক্যাপসিকামে অনেক পুষ্টিগুণও রয়েছে। ক্যাপসিকামে রয়েছে অনেক ভিটামিন। ক্যাপসিকাম আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি চামড়ায় র‌্যাশ হওয়া ও ব্রণ প্রতিরোধ করে। এটি মাইগ্রেন, সাইনাস, ইনফেকশন, দাঁতে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে কাজ করে। ক্যাপসিকাম দেহের হাড়কে সুগঠিত করে।
ক্যাপসিকাম নানা রকম ভাবে রেসিপি করে খাওয়া যায়।লোভনীয় কিছু কিছু রেসিপিতে ক্যাপসিকামের ব্যাবহার করা হয়।সালাদেও ক্যাপসিকামের ব্যাবহার হয়।
ছোট ছোট আর্ট গুলো খুব ভালো লাগে করতে।তাই আমি চেষ্টা করি ছোট আর্ট গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে আর্টের মাধ্যমে।আজ আমি চমৎকার সুন্দর একটি ক্যাপসিকাম আর্ট করেছি ও সেই আর্ট পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

তো চলুন দেখা যাক আর্ট পদ্ধতি কেমন।

IMG_20240821_141754.png

পেন্সিল
খাতা
রং

PhotoCollage_1724482116221.jpg

প্রথম ধাপ

প্রথমে ক্যাপসিকামের মাঝের অংশটি এঁকে নিয়েছি।

IMG_20240824_130209.jpg

দ্বিতীয় ধাপ

এখন ক্যাপসিকামের দুই পাশের অংশ এঁকেছি। দুপাশে আঁকার পর ক্যামসিকাম হয়ে গেছে।

PhotoCollage_1724482863905.jpg

তৃতীয় ধাপ

এখন ক্যাপসিকামের বোটা এঁকেছি।

IMG_20240824_130806.jpg

চতুর্থ ধাপ

এখন ক্যাপসিকাম কালার করার জন্য প্রথমে বোটা ও মাঝ টা কালার করে নিয়েছি।

PhotoCollage_1724483444026.jpg

পঞ্চম ধাপ

এখন পুরাপুরি ভাবে ক্যাপসিকাম টি কালার করে নিয়েছি।

PhotoCollage_1724483596497.jpg

ষষ্ঠ ধাপ

পুরাপুরি ভাবে আমার ক্যাপসিকাম আর্ট শেষ হয়ে গেছে এবং কালার করার পর একদমই ক্যাপসিকামের মতোই লাগছে।

IMG_20240824_131548.jpg

ফাইনাল লুক

IMG_20240824_132559.jpg

IMG_20240824_132537.jpg

IMG_20240824_131521.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর একটি ক্যাপসিকাম আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240822_203448.jpg

Sort:  
 last year 

এই পরিস্থিতিতেও যারা মানুষের বাড়িতে ডাকাতি করার ধান্দা করে তারা আসলে মানুষ না । যাইহোক আপনার আঁকা ক্যাপসিকামটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে । খুব সুন্দর করে এঁকেছেন । ক্যাপসিকামটি দেখে সত্যিকারের মনে হচ্ছে । এটা দিয়েই মনে হচ্ছে কিছু একটা বানিয়ে খাওয়া যাবে ।

 last year 

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুবই চমৎকার ভাবে ক্যাপসিকাম এঁকেছেন আপু। আপনার আঁকা ক্যাপসিকাম টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বেশি দারুণ আর্ট করেছেন আপনি। অনেক ভালো লাগলো ক্যাপসিকাম এর আর্ট করা দেখে। আসলে আমার চেষ্টা করলে এভাবে কিন্তু অনেক কিছু অঙ্কন করে দেখাতে পারি খুব সহজে। আশা করব আপু আপনি আবারো নতুন কোন আর্ট নিয়ে উপস্থিত হবেন। খুবই ভালো লাগলো আমার।

 last year 

ঠিক বলেছেন আপু ইচ্ছে করলে সুন্দর সুন্দর কিছু সহজেই আর্ট করা সম্ভব। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

বন্যা পরিস্থিতির ভয়াবহতার খবর শুনে খুবই খারাপ লাগে আপু। সবারই একই অবস্থা হয়েছে। ক্যাপসিকাম আর্ট অসাধারণ হয়েছে আপু। চমৎকার একটি ক্যাপসিকাম আর্ট ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপু কথায় বলে না সুযোগে সৎ ব্যবহার করা। যারা এই সময় সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ডাকাতি করছে তাদের ধিক্কার জানাই। আমাদের সবার উচিত কম বেশি যাই হোক না কেন বন্যার্তদের সাহায্য করা। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। সবুজ ক্যাপসিকাম আমার কাছে অনেক ভালো লাগে। আপনার এই ক্যাপসিকাম দেখতে একদম বাস্তবের মতোই হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সত্যিই আপু যখনই সোশ্যাল মিডিয়ায় বন্যা কবলিত মানুষদের কষ্ট আহাজারি দেখছি খুবই খারাপ লাগছে।দুঃখের বিষয়ে তাদের জন্য কিছু করতে পারছি না। যাইহোক আপনার ক্যাপসিকাম আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ওয়াও অসাধারণ আজকে আপনি পেন্সিল এবং রং দিয়ে খুব সুন্দর করে ক্যাপসিকাম আর্ট করেছেন। আপনার ক্যাপসিকাম আর্ট সত্যি অসাধারণ হয়েছে। আমি তো মনে করলাম বাস্তবে কোন ক্যাপসিকাম এর ফটোগ্রাফি হবে। সত্যি আপনি ধৈর্য ধরে চমৎকারভাবে ক্যাপসিকাম আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।