😢😢প্রিয়জন যখন অসুস্থ হয়ে পড়ে 😢😢...১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

"প্রসঙ্গঃঅসুস্থ বাবা"

আমি @shahin05

🇧🇩 বাংলাদেশ থেকে


১২ আগস্ট ২০২২ইং
রোজঃ শুক্রবার

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন । তাদের আগ্রহের জন্য আজকে আমি অনেক দূর এগিয়ে এসেছি । তাই তাদের জন্যই আজকে নিয়ে আসলাম কয়েকদিন আগে ঘটে যাওয়া আমার জীবনের কিছু কথা । তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া যাক:

সময়টা সঠিক আমার মনে নেই । তবে দিনটা ছিল আমার জন্য একটি ভয়াবহ দিন । হঠাৎ করেই রাত বারোটার দিকে বাবা এসে আমাকে বলে বাবা মা কেমন জানি লাগতেছে । বাবার কথা শুনে বাবাকে বললাম বাবা তোমার কেমন লাগতেছে । এই কথা বলতে বলতে হঠাৎ করেই পড়ে গেল। তখন বাসায় আমি আর আমার মা ছিল। তাড়াহুড়া করে বাবাকে নিয়ে বিছানায় সোয়ালাম । তার একটু পর দেখতেছি বাবা সারা শরীর ঠান্ডা হয়ে আসতেছে। তাই মা আর আমি সরিষার তেল সারা শরীরে দিতে থাকলাম। হঠাৎ যখন রাত দুটো বাজে তখন বাবার প্রচন্ড বমি শুরু হলো । তার সাথে শরীর অনেক চুলকাতে লাগলো । তার একটু পরেই শরীর সম্পূর্ণ ফুলে গেল। তারপর আমি একটা ভয় পেয়ে আমাদের পাশাপাশি একটা ফুপুর বাসা ছিল সেই বুকে ডাক দিতে গেলাম। অনেক কান্নাকাটি করলাম। এরপর সবাই মিলে বাবাকে তেল মাখাতে লাগলাম। যখনই দেখলাম একটু সূর্যের আলো পড়তেছে তখনই সঙ্গে সঙ্গে একটি ভ্যান গাড়িকে ডাক দিলাম।

IMG_20220508_060855.jpg

এরপর বাবাকে ভ্যান গাড়ির মধ্যে শুয়ে মা আমি আর আমার ফুফু বাবাকে নিয়ে হসপিটালে উদ্দেশ্যে রওনা দিলাম । সেখানে গিয়ে ডক্টর দেখার পর বলল আমি আপনার বাবা চিকিৎসা করতে পারবো না যদি চিকিৎসা করেন তাহলে বনসুই দিতে হবে । তাই তাড়াহুড়া করে সামনে আরো ভালো একটি হসপিটালে নিয়ে গেলাম। সেখানে গিয়ে দাঁড়ায় তাড়াহুড়া করে বাবাকে ইমারজেন্সিতে নিয়ে গেল। এরপর ঘন্টা খানে ক সময় দেওয়ার পর ডাক্তার এসে আমাকে বলল আপনার বাবার আবারও হার্ট অ্যাটাক হয়েছে । আপনার বাবা যদি এর পরবর্তী সময়ে এরকম হার্ট এটাক হয়ে যায় তাহলে আপনার বাবা বাঁচানো অনেক মুশকিল হয়ে যাবে। তারপরে ই ডাক্তারের কথা মত ওষুধ নিয়ে আসলাম এবং বাবাকে নির্দিষ্ট একটা রুমে নিয়ে গেয়ে ছুয়ে দিল ।

IMG_20220508_093640.jpg

বাবার সাথে সেখানে মা সবসময়ই ছিল । এরপর সেখানে সবকিছু গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম বাসার উদ্দেশ্যে। কারণ বাসায় গরু-ছাগল থাকার কারণে বাসায় আসতে হলো আমাকে। এরপর বাসার সব কাজ শেষ করে আবারো রওনা দিলাম মা-বাবার কাছে । সেখানে গিয়ে ডাক্তারের সাথে সাক্ষাৎ করে আমার বাবার ব্যাপারে সবকিছু জেনে নিলাম । এরপর সেখানেই বাবাকে নিয়ে দুই দিন কাটিয়ে দিলাম। এই দুই দিনের মাঝে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতে হয়েছিল। তাই সবসময় বলার পাশে থাকা হয়নি। কিন্তু আমার মা সব সময় বাবার পাশে রয়েছিল ।
এই সময় আমি ছবি তোলার মতো পরিস্থিতিতে ছিলাম না । তাই ভালো করে কোনো ছবি তুলতে পারিনি
তবু যেটা ছবি তুলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি । ঠিক দুদিন পর বিকেল বেলা বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম।

IMG_20220508_180116.jpg

বাসা নিয়ে আসার পর থেকে এখন আল্লাহর রহমতে একটু সুস্থ রয়েছি । তবে ডক্টর বলেছে যেকোনো সময় কোন ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে।

পৃথিবীর সকল মা বাবার জন্য আমরা সবাই সব সময় দোয়া করি । যেন পৃথিবীর সকল মা-বাবা সব সময় সুস্থ ও ভালো থাকে ।

পৃথিবীতে সকল মা-বাবা থাকতে তাদের গুরুত্ব দেওয়া আমাদের সবারই দায়িত্ব । এজন্য সময় থাকতে আমরা সবাই মা-বাবাকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করি। কারণ এই পৃথিবীতে একমাত্র রক্তের বন্ধন ও পৃথিবীতে সবচেয়ে আপনজন বলতে মা-বাবা ছাড়া আর আমাদের কেউ নেই । তাই সবসময় মা বাবাকে হাসিখুশি রাখা একজন সন্তানের দায়িত্ব ।

সবাইকে ধন্যবাদ

Sort:  
 3 years ago 

খুবই কষ্ট পেলাম ভাই আংকেল এর অসুস্থতায়।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার বাবা জলদি সুস্থ হয়ে উঠুক।বাবার খেয়াল রাখবেন এবং সবসময় কেউ না কেউ উনার পাশে থাকার চেষ্টা করবেন ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার বাবা অসুস্থ জেনে মন খারাপ হয়ে গেল ভাইয়া। আপনার বাবার সুস্থতা কামনা করছি। পৃথিবীতে বাবা নামক শব্দটি আছে বলে আমরা নিরাপদে বেঁচে আছি। সবার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

সুন্দর কমেন্ট ও মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সত্যি আসলে যদি মা-বাবা বা কোন আপন জনের মাঝে অসুস্থ হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগে আর কষ্ট লাগে। আপনার বাবার অসুস্থতার সময় সেই রাতে আপনার কি অবস্থা হয়েছিল কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। তবে তার জন্য অনেক দোয়া রইল যেন সবসময় আপনাদের পাশে সুস্থ হয়ে বেঁচে থাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রিয়জন যখন অসুস্থ হয় তখন মনটা এমনই অনেক খারাপ হয়ে যায়। কিন্তু মানুষটি যদি বাবা কিংবা মা হয় তাহলে তো মনটা একেবারেই ভেঙ্গে যায় ।আপনার বাবা অসুস্থ হয়েছেন জেনে খুব খারাপ লাগলো। দোয়া করি আল্লাহ যেন আপনার বাবাকে দ্রুত সুস্থ করে দিন।

 3 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রথমেই আপনার আব্বার জন্য আমি দোয়া করব যেন দ্রুত সুস্থ হয়ে আপনার পরিবারে পূর্বের মতো হাসিখুশি পরিবেশ ফিরিয়ে আনে। তবে আপনজন এমন অসুস্থ হলে মানুষ ভেঙে পড়ে, এর মধ্য থেকেও নিজেকে শক্ত করতে হবে। হতাশ হওয়া যাবেনা কারণ আপদ বিপদ মাঝেমধ্যে আসবে। আর এরকম অবস্থার মধ্য থেকে নিজেকে বুজ দিতে হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সেখানে গিয়ে দাঁড়ায় তাড়াহুড়া করে বাবাকে ইমারজেন্সিতে নিয়ে গেল

আপনার বাবার অসুস্থতার সংবাদটি শুনে খুবই খারাপ লাগলো ভাইয়া। আল্লাহ যেন আপনার বাবাকে আবার সুস্থ শরীরে আপনাদের মাঝে আগের মত ফিরিয়ে দেয় সেই প্রার্থনা করি। আসলে বাবা হচ্ছে বটগাছ যাদের হারিয়ে যায় তারাই জানে বাবার মূল্যটা কতটা তাই যত্ন সহকারে রাখেন আপনার বাবাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া