দিনশেষে সব থেকে বড় সত্য কথা হলো আমরা নিজেরাই নিজেদের সঙ্গী। তা ব্যতীত যে বা যারাই আপনার সাথে সঙ্গ গড়ে তুলুক না কেন তার পিছনে কোনো না কোনো রহস্য থাকে। আমাদের উচিত সারাক্ষণ কাজের মধ্যে ডুবে না থেকে নিজের জন্য একটু হলেও সময় বের করা। তাতে মন মানসিকতা সহ পুরো জীবনটাকেই উপভোগ করা সম্ভব।