You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন - ৫৪৯ || আমাদের সহ-প্রতিষ্ঠাতার জন্মদিনে, কি শুভেচ্ছা বার্তা জানাতে চাইবেন?
প্রিয় ছোট দাদা,
বছরে ৩৬৫ দিনের মধ্যে আজকের এই স্পেশাল দিনে আপনি ধরায় এসেছিলেন। ধরা দেখেছিলো আপনার মত একজন সৎ,নির্ভীক,দয়ালু এবং শিষ্টাচার মানুষ। ফলশ্রুতিতে আমরা পেয়েছি আপনার মত একজন নেতা। তাই স্রষ্টার কাছে এই প্রার্থনাই করছি, আপনার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক। জীবনটা হয়ে উঠুক পুষ্প সজ্জিত, আগামীর পথ চলা হোক সুগম এবং পরিমার্জিত। দুঃখ কষ্টরা সব নিপাত যাক সুখে শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। মিলেমিশে থাকুন আপনার পরিবারের সাথে। সেই সাথে কামনা করছি আগামীতেও আপনি আমাদেরকে এভাবেই নেতৃত্ব দিয়ে যাবেন। স্রষ্টার কাছে আজকের এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করছি প্রিয় দাদা।
শুভ জন্মদিন শ্রদ্ধেয় ছোট দাদা।🎂🎂🎂