You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগyesterday

এই ঘুম নিয়ে আর কি বলবো ভাই। আপনি একদম সঠিক কথাগুলো আজকে বলেছেন। যেদিন করে কোনো কাজ থাকে না সেই দিন একটু বেশি করে ঘুমাতে চাইলে খুব তাড়াতাড়ি ঘুম উধাও হয়ে যায় চোখ থেকে। কিন্তু যেই দিন ব্যস্তময় সময় থাকে সেই দিনই সব থেকে বেশি ঘুম ধরে। কি এক জ্বালা। পড়ার টেবিলে আমিও অনেক কয়েক দিন ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক সব মিলিয়ে আমাদের উচিত ঘুমকে পরিণতভাবে কভার করা। তবেই ঠিকঠাক থাকা যাবে।

Sort:  
 16 hours ago 

ঘুমও মশকরা করে আমাদের সাথে, চাইলে আসে না আর না চাইলে দৌড়ে চলে আসে হা হা হা।