ডেন্টিস্ট এর কথা শুনলেই আমার মাথা ঘুরে যায়। যদিওবা আমার নিজের কোনো দাঁতের ট্রিটমেন্ট করাতে হয়নি কখনো। আল্লাহ না করুক কখনো যেনো করাতে না হয়। কারণ দাঁতের ট্রিটমেন্ট করাতে কি পরিমানের কষ্ট সহ্য করতে হয় সেটা আমার নিজের চোখে দেখেছি। যেমন আপনিও ছোটবেলায় এটা অনুভব করেছেন। তবে সমস্যা যেহেতু হয়েই গেছে আপু ট্রিটমেন্ট নিয়ে নিন নয়তোবা আরো সমস্যা দেখা দিতে পারে আগামীতে।