আপনার সাগর-মামা সহ বগুড়ার কাচ্চি ভাই ব্রাঞ্চে চমৎকার একটি সময় কাটিয়েছেন। ভিডিও টা এক কথায় দারুন লাগলো। তার থেকেও ভালো লাগলো কাচ্চি ভাইয়ের খাবারের দৃশ্যটা দেখে। আমারও অবশ্য এখনো কাচ্চি ভাইয়ের খাবারের স্বাদ টেস্ট করা হয়নি। সময় সুযোগ মতো ভাবতেছি এই কাচ্চি ভাই এর খাবারের স্বাদ নিতে হবে।
যদি সময় সুযোগ হয়, তাহলে একবার খাবার টেস্ট করে দেখতে পারেন খাবার ভালই ।