আপনার মতই আমিও ব্যক্তিগতভাবে যৌতুক প্রথাকে এবং মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে যে সকল ফার্নিচার পাঠানো হয় এই বিষয়গুলোকে চরম লেভেলের ঘৃণা করি। আমি তো পরিপূর্ণভাবে নিয়ত করেছি একটি পয়সাও নিবো না। কারণ আমি জানি একটা মেয়েকে ছোট থেকে বড় করতে কি পরিমানের কষ্ট সহ্য করতে হয় পরিবারকে। কেননা আমার নিজেরও ছোট বোন রয়েছে। যাইহোক সর্বশেষ এটাই আশা করছি চট্টগ্রাম থেকে এই ঘৃণ্য প্রথাটি যেনো উৎখাত হয়। উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও মানুষ সঠিকভাবে চলতে পারে না, তার বাস্তব উদাহরণ আপনার চাচাতো ভাই এর ফ্যামিলি।