আমাদের সমাজে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যের খারাপ মুহূর্ত বা অন্যের খারাপ অবস্থা দেখেও যেনো না দেখার ভান করে চলে। কিন্তু ঠিকই এদের কাছে ঐ সকল লোকেদের মর্যাদা এবং গুরুত্ব রয়েছে যারা তাদের মাথা ধোলাই করে খাচ্ছে তথা পুঁজিবাদী দল। যাই হোক এরকম অসুস্থ সমাজ যেনো খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি এবং ভালো-মন্দের বিচার করতে পারে এমনটাই আশা ব্যক্ত করছি।
সুস্থ সমাজ এই মুহূর্তে নিতান্তই কাম্য।