এটা একটা বাগধারা। আর এর অর্থ হলো নিজের প্রতি না দেখে অন্যের ভালো করা। আমি মনে করি এটা মূর্খতার কাজ। আমি মানছি অন্যের উপকার করা অন্যের ভালো চাওয়া সেটা নিতান্তই ভালো কাজ। কিন্তু তাতে যদি নিজের ক্ষতি হয়ে যায় সেটা আরেক প্রকারের বোকামি কাজ। এরকম লোক গুলো জীবনের এক পর্যায়ে গিয়ে অনেক খারাপ পর্যায়ে অবস্থান করে আর্থিকভাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্যের ভালো করার পাশাপাশি আমাদের নিজেদের দিকটাও খেয়াল রাখতে হবে। সঠিক বলেছেন আপনি আমাদের নিজের ক্যারিয়ার ঠিক থাকলে অন্য মানুষদের কেও আমরা ঠিক রাখতে পারবো।