যখন কারো জীবনে প্রথম ভালোবাসা আসে তখন সে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। কিন্তু তারপরেও যখন ঠকে যায় তখন দ্বিতীয় বারের মতো ঐ ব্যক্তি অন্য কাউকে বিশ্বাস করে ভালবাসার মতো আত্মশক্তি পায় না। তবে আমাদের প্রত্যেকের উচিত কাউকে ভালবাসলে মন থেকেই ভালবাসতে হবে। কারো সাথেই ছলনা করা যাবে না। কারণ ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসার কষ্ট কেউ সহ্য করতে পারে না। তবে ভুল কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে।