You are viewing a single comment's thread from:
RE: বাবা চলে যাওয়ার ২য় বছর পূর্ন হলো আজ
ওমা তওফিকি ইলা,বিল্লাহ। আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস এ সমাসীন করুন এই প্রার্থনা করি। সেই সাথে এটাও খুব করে চাচ্ছি স্রষ্টা আপনাকে আপনার বাবার চলে যাওয়ার এই বেদনা সহ্য করার মতো সহনশীলতা দান করুক। তবে আপনার বাবার চলে যাওয়ার খবরটা ডিসকোর্ড থেকে পেয়েছিলেন এটা জেনে খুবই খারাপ লাগলো। তবে করার হয়তো কিছুই ছিলো না যেহেতু লন্ডনে ছিলেন। চাইলেই তো আর সেখান থেকে নিমিষেই চলে আসতে পারতেন না। সে কারণেই ফোনে দেখার সৌভাগ্য হয়েছিলো। যাই হোক আপনার প্রতি, আমার ব্যক্তিগত ভাবে অনুরোধ থাকবে আপু, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কেননা আল্লাহ বলেছেন সন্তানদের দোয়া মা-বাবার জন্য আর মা বাবার দোয়া সন্তানদের জন্য উচ্চ গতিতে কবুল হয়। তাই বেশি বেশি করে আঙ্কেলের জন্য দোয়া করবেন সপরিবারে।