কথায় আছে দশের লাঠি একের বোজা। এই পৃথিবীতে একটা মানুষ যে সবকিছু বুঝবে কিংবা একটা মানুষ সমস্ত কিছু বিষয়ের উপর জ্ঞান লাভ করবে এটা নেহাত ভুল ধারণা। কেননা একজন মানুষ সমস্ত কিছুর ট্যালেন্ট অর্জন করতে পারবে না কখনোই। একেক জন একেক গুনের অধিকারী হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন যদি আমরা সকলে একত্রিতভাবে কাজ করি তাহলে প্রত্যেকের জ্ঞান প্রত্যেকের মাঝেই ছড়িয়ে পড়বে। তবেই আমাদের সমাজ অনেক সমৃদ্ধ হয়ে উঠবে।