Sort:  
 2 months ago 

দেখতে দেখতে ধনী গরীব নাটকের ১১ পর্ব রিভিউ করে ফেললেন। নাটক যদিও এত দেখা হয় না তারপরও এত সুন্দর নাটকের রিভিউ পড়ে আশা করি আর নাটক দেখা প্রয়োজন হয় না। আপনি নাটকটির রিভিউ চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। সবাই গল্প বলতে পারে কিন্তু গল্পের পরিপূর্ণতা সুন্দর করে তুলে ধরতে পারেনা। কিন্তু আপনি দেখছি এ বিষয়ে অনেক দক্ষ। নাটকের রিভিউ খুব সুন্দর করে লিখেছেন।