বক ফুলের বড়া এবং শিউলি পাতার বড়া।
এগুলো নাম পড়ে যেনো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিলো হা হা হা। এ সকল জিনিসগুলো খাওয়াও হয়নি এমনকি নামও শুনিনি। তাতে কি! আপনার পোস্ট থেকে তো বিবরণ সহ জানতে পারলাম। তবে মামার বাড়ি মধুর হাড়ি এই বিষয়টা মোটামুটি জানলেও শ্বশুরবাড়ি মধুর হাড়ি এইটা জানার সৌভাগ্য হয়ে ওঠেনি এখনো। কেননা এই কপালে তা জোটেনি এখনো হা হা হা। যাই হোক আপনার পিসির বাড়িতে দেখতেছি খুবই আনন্দ করে সময় কাটিয়েছেন। গরম গরম ভাপা পিঠা সহ আরো অন্যান্য অনেক জিনিসই খেয়েছেন দেখতেছি। ভালোই লাগলো পড়ে।
শ্বশুড়বাড়ি মধুর হাড়ির সাথে আজ না হলেও সামনে ঠিকই পরিচিত হয়েই যাবেন ভাই! 😃