আমাদের ছোট্ট একটি উদ্যোগ কারো জন্য আশার আলো হয়ে উঠবে।
এই যে শেষের লাইনটা লিখেছেন না ভাই? এটার পিছনে একটা পুরো গল্প লেখা রয়েছে। গল্পটার বিশেষত্ব এরকম যে আপনি কোনো অসহায় কে সাহায্য করলে আপনার হয়তো কিছু হবে না, কিন্তু সেই অসহায় ব্যক্তির দুনিয়া পাল্টে যাবে আপনার সামান্য উপকারেই। আপনি ঠিকই বলেছেন শীত একটি ঋতু নয় ।এটি সামাজিক বৈষম্যের প্রকাশ ঘটায়। আমরা নিজেরাই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে এই বৈষম্য দূরীভূত হবে আশা করা যায়।