মঙ্গল গ্রহেও আমাদের পৃথিবীর মতো ফোবোস এবং ডেইমোস দুটি উপগ্রহ আছে বলে জানতে পারলাম। তার থেকেও অবাক হলাম ২০৫০ সালের মধ্যেই মঙ্গল গ্রহে জনবসতি করার কথাটি শুনে। আপনার মতই আমারোও মনে প্রশ্ন তৈরি হলো আসলেই কি এটি সম্ভব? দেখা যাক 2050 সালের মধ্যে এটি সম্ভব হয় কিনা। মঙ্গল গ্রহ সম্পর্কে তথ্য বহুল পোস্ট ছিল।