ভারী ঝামেলার কাজ তো দেখতেছি। কাপড় কিনে আবার সেগুলোতে ডিজাইন করার বিড়ম্বনা থেকে দেখতেছি বেঁচে গেছি আমি হা হা হা। নিজের মনের মত ডিজাইন তৈরি করা বিভিন্ন গজ কাপড় কিনে দেওয়ার পরেও যদি টেইলার্স সেই মতো ডিজাইন না করে তাহলে তো মেজাজ এমনিতেই বিগড়ে যাবে। যাই হোক মেজাজ না বিগড়ীয়ে সুস্থ মস্তিষ্কে কাজটি করায় নিবেন এটাই প্রত্যাশা ব্যক্ত করছি আপু। তবে ঠিকই বলেছেন এই দিক থেকে ছেলেরা বড় বাঁচা বেঁচে গেছে।
হুম,অনেক ঝামেলা।