You are viewing a single comment's thread from:

RE: লাইফস্টাইলঃ- দেবরের বিয়েতে কাটানো বেশ আনন্দের একটি মুহূর্ত -শেষ পর্ব -২

in আমার বাংলা ব্লগ2 days ago

আপনার সুস্থতা কামনা করছি আপু। গ্রামের বিয়ে গুলোতে একদম ভিন্ন রকমের কিছু আনন্দ উপভোগ করা যায়। আর গ্রামের বিয়ে গুলোতে সবথেকে খারাপ লাগার বিষয় যেটা ,সেটা হচ্ছে বরযাত্রী যাওয়ার কথা যতটুক পরিমাণ থাকে তার থেকেও অনেক বেশি চলে যায়। যেমন আপনার দেবরের বিয়েতে 200 জনের জায়গায় ৩০০ জন হয়ে গিয়েছিল। এরকমটা করলে মেয়ে পক্ষ অনেকটা কষ্টের মধ্যেই পড়ে যায়। যাই হোক আপনার দেবরের বিয়েতে সুন্দর সময় উপভোগ করেছেন। আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে।