আমরা যদি কাজের প্রতি যথেষ্ট মনোযোগী হই তাহলে সেই কাজটি যতই কঠিন হোক না কেন ,কোন এক সময় খুবই সুন্দর করে সম্পূর্ণ করে ফেলতে পারি। আপনার তৈরি করা সফটওয়্যারটি ছোট হলেও সম্পূর্ণ করতে পেরেছেন আর প্রফেসর আপনাকে ফুল মার্কস দিয়েছে এটা সত্যিই অনেক বেশি আনন্দের। নিজে কোন কাজ করে যখন সাফল্য অর্জন হয় সত্যিকার অর্থেই তার বর্ণনা হয় না। যাই হোক আপনার কাজের জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি আপু যেন আগামীতে আরো উন্নত মানের সফটওয়্যার তৈরি করতে পারেন।
আসলে এক/দু দিন এ বেশি কিছু করা সম্ভব ই হয় না।