এই মেহেদী ডিজাইনটি হাতে পরতে গেলে মনে তো হচ্ছে পুরো হাত টাই লেগে যাবে আপু। তারপরেও ডিজাইনটি দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে। যারা হাতে মেহেদী পরে তাদের জন্য ইউনিক একটি মেহেদী ডিজাইন উপস্থাপন করলেন। বরাবরই আপনার মেহেদী ডিজাইন গুলি আমার কাছে ভালো লাগে। এই ডিজাইনটি ও সেই ভালো লাগার একটি অংশ। ধন্যবাদ শেয়ার করার জন্য।