সবকিছু করার জন্যই প্রথমে দরকার মনের সাহস দৃঢ় মনোবলতা। তাহলে যতই কঠিন কাজ হোক না কেন একটু একটু করে হলেও একটা সময় পুরোটা সম্পূর্ণ করে ফেলা যায়। একসময় যদিও বা আপনি কবিতা আবৃত্তি করতে পারতেন না এমনকি বুঝতেনও না আবার ছোট বোনের কবিতা আবৃত্তি শুনে মন খারাপ হয়ে যেত যে নিজে পারেন না, সেই আক্ষেপ কে পুঁজি করে আজকে খুবই সুন্দর এবং মনমুগ্ধকর একটি কবিতা আবৃত্তি করে ফেলেছেন। আপনার করা কবিতা আবৃত্তি টি শুনে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। সুবোধ সরকারের লেখা শাড়ি কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।