অন্তত আমার তো আর অজানা নয় আপু যে আপনি বিভিন্ন রকম খাবারের স্বাদ টেস্ট হতে ভীষণ আগ্রহী। বিশেষ করে জাঙ্ক ফুড গুলো । তবে চমক থেকে অর্ডার করা পিজ্জার ফটোটি দেখে মনে হচ্ছে এটি একটু অন্যরকম টেস্টি ছিল। পরীক্ষা শেষে এরকম খাওয়া-দাওয়া করে ঘুম দেওয়ার প্রশান্তি টাই আলাদা। পোস্ট পড়েই বোঝা যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি সময় কাটিয়েছেন ঐদিন।