আপাত দৃষ্টিতে লক্ষ্য করলেই দেখতে পারবো আমরা প্রত্যেকেই কোন না কোন দিক থেকে সৃষ্টি কর্তার নিকট অপরাধী। কিন্তু নিজেই অপরাধী হয়ে আবার অন্যের অপরাধকে উন্মোচিত করাটা মূর্খতার কাজ ছাড়া কিছুই নয়। তথাকথিত কিছু লোককে দেখা যায় আপু এরকম যারা অন্যের ক্ষেত্রে হওয়া অবিচারকে পাপ বলে আর নিজের ক্ষেত্রে হওয়া একই বিষয়কে সৃষ্টি কর্তার পরীক্ষা বলে অভিহিত করে। যা সত্যিকার অর্থেই জ্ঞান শূন্যতার পরিচয়ক। যাইহোক এরকম মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথাগুলো লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
নিজে যখন অপরাধী তখন আসলে অন্যের দোষ ধরার প্রয়োজন নেইন