যেকোনো কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহজবোধ্য অনুভব করা। যদি কোন কাজকে বা কোন জিনিসকে আমরা কঠিন ভাবে নেই তাহলে সেই কাজ বা সেই জিনিসের মধ্যে সাফল্য অর্জন করা একটু কঠিন হয়ে যায় বটে। আপনি ঠিকই বলেছেন আপু আমরা যদি এরকম ব্যস্ততার মধ্যে না থাকতাম তাহলে অবশ্যই আমাদের নানা রকম সমস্যা সৃষ্টি হতো। এটাই স্রষ্টার অপার কৃতি। আমাদের উচিত আপনার মতই কাজকে প্রেসার হিসেবে না নিয়ে সহজ ভাবে উপলব্ধি করা।
একদম তাই,আমরা কঠিন ভেবে নেই বলেই সব আরো জটিল লাগে।