You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৪

in আমার বাংলা ব্লগ3 months ago

শীতকালীন ট্যুর নিয়ে অনুগল্প:

কোন এক জানুয়ারি মাসে কয়েকজন ফ্রেন্ড মিলে প্লানিং করলাম এই শীতে কোথাও একটা ট্যুর দিব। জায়গা ঠিক করা হলো নাটোর রাজবাড়ী যাব। অনেকটা দূরের পথ হওয়াতে আমরা একদম ভোরে বের হয়ে পড়ি বাইক নিয়ে সবাই। আমাদের মধ্যে দুজন বন্ধু ছিল যারা সব সময় অতিরিক্ত সবকিছু করে থাকত। এই শীতের সময় বাইকে করে ট্যুরের মধ্যেও তারা বাহাদুরি দেখাচ্ছে হাফ হাতা গেঞ্জি পড়ে যাবে😲। আমাদের সাথে বাজি হয়ে গেল যদি রংপুর থেকে নাটোর যেতে পারে হাফ হাতা গেঞ্জি পড়ে তাহলে তাদের ৫০০, ৫০০ =১ হাজার টাকা দেওয়া হবে। আর না পারলে আমাদের প্রত্যেককে 500 করে টাকা দিতে হবে। তারা রাজি হয়ে গেল শুরু হয়ে গেল যাত্রা। অর্ধেক রাস্তা না যেতেই তারা দুজনেই বাইক থামিয়ে দিল 🤔। আমরাও থেমে ওদের জিজ্ঞাসা করলাম কি হয়েছে থামলি কেন? তারা বলছে তারা আর যেতে পারবেনা কাপড় ছাড়া 😃। পাশেই একটি পুকুরে নিয়ে গিয়ে তাদেরকে সবাই মিলে দিলাম ফেলে ঠান্ডা পানিতে 😫😆। পুকুর থেকে উঠে এসে এমনভাবে তারা কাঁপছিল বলে প্রকাশ করা যাবে না 😆😆। তারপরে অবশ্য আগুন জ্বালিয়ে তাদের উষ্ণ করার জন্য। শর্ত অনুযায়ী তাদের থেকে 500 করে টাকা নিয়ে নিলাম 😃। বেশি বাহাদুরি দেখাতে গেছে তো আম ও গেল ছালাও গেল তাদের 😂😂।

Sort:  
 3 months ago 

হা হা হা 🤣🤣🤣😅।