একটা দিনের মধ্যে এতবার কুকুরের তাড়া খাওয়া সত্যিকার অর্থেই কষ্টদায়ক। ফুল স্পিডে থাকা গাড়িকে একবারে ওরকম ভাবে সব ব্রেক মেরে দিলে গাড়ি তো ভারসাম্য হারিয়ে যাবে দাদা এটাই স্বাভাবিক। যাই হোক তারপরেও আপনার তেমন কোনো ক্ষতি হয়নি এবং কুকুরগুলো আপনার কাছে আসেনি এটাই ভাগ্যের ব্যাপার। অবশেষে সুস্থ ভাবে বাসায় ফিরতে পেরেছেন এটা শুনেও ভালো লাগলো। প্রার্থনা করি এরকম দিন যেন আর না আসে আপনার জীবনে।