You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৮১ | শীতকালে গোসল বিষয়ক রেকর্ডধারীদের দেখতে চাই .... রেকর্ড গড়েছেন?

in আমার বাংলা ব্লগ26 days ago

আমারও সর্বোচ্চ দুই বা তিন দিন এরকম হবে। কিন্তু যখন চাকুরী সূত্রে ম্যাচে ছিলাম আমার সাথে যে রুমমেট ছিল, তার বিশাল বড় রেকর্ড রয়েছে আপু 😲। টানা ১৭ দিন পর গোসল করেছিল 🤭😣। এতদিন পর গোসল করে ছিল মনে আছে তার কারণ হলো আমার আর সহ্য হচ্ছিল না তার কার্যকলাপ। একদিন দুপুরবেলা আমি গোসল করে বালতিতে পানি ভর্তি করে নিয়ে এসে, সে রুমে শুয়ে ছিল তার বেডে সেখানেই পানি ঢেলে দিয়েছিলাম তার গায়ে 😆। তারপরেই সে গোসল করেছে তাহলে বুঝেন ব্যাপারটা কিরকম ছিল 😂😂।

Sort:  
 26 days ago 

১৭ দিন গোসল না করে কেউ বেঁচে ছিল এটা তো ভাবতেই অবাক লাগছে ভাইয়া। তাকে তো নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল।

 26 days ago 

আসলেই তাকে নোবেল দেওয়া উচিত আপু। আমি তাকে খবর দিচ্ছি, আপনি নোবেল দেওয়ার ব্যবস্থা করুন 😆😆।

 26 days ago 

ওরে বাবা একটানা ১৭ দিন গোসল করে নাই আপনার রুমমেট। তাহলে তো লোকটির গায়ে ময়লা কম্বল হয়ে গেল।

 26 days ago 

তার কার্যকলাপ দেখে এতটাই বিরক্ত লাগছিল বাধ্য হয়ে পানি দিয়ে বিছানা সহ ভিজিয়ে দিয়েছিলাম। পরে বেচারার আর বেডে ঘুমানো হয়নি 😣😣।