রসুনের ও যে আচার করা যায় এটা জানতাম না। আপনার তৈরি করা রসুনের আচার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছিল। খুবই সুন্দরভাবে রসুনের আচার রেসিপি তৈরি করেছেন। আর যতগুলো আচারের কথা বললেন আপনি আপনার বাসায় রয়েছে আমি তো অবাক হয়ে গেলাম। এতগুলো আচার খেতে খেতে তো যুগ চলে যাবে আপু আমাদেরও দাওয়াত দিয়েন 😄। যাইহোক রসুনের লোভনীয় একটি আচার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
যুগ চলে যাওয়ার মতোই অবস্থা ভাইয়া। দাওয়াত রইলো চলে আসবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।