You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫০ || সবাই সুখী হতে চাই তবে কেন অন্যের সুখ সহ্য হয় না?

in আমার বাংলা ব্লগ6 months ago

ভাই সুখ একটা আজব জিনিস, এটা যে পাইনি তার কষ্টের সীমা নেই আর যে ব্যক্তিত্বহীন সেও এটা দেখে অস্বস্তি বোধ করে। আর মানুষ সে তো জন্মগতভাবে অন্যের ভালো সহ্য করতে পারে না তবে সবাই নয়। ঐ সকল মানুষগুলোর কথাই বলছি যারা ব্যক্তিত্বহীন এবং এই সুখ জিনিসটা পায়নি। কেবলমাত্র এরাই অন্যের সুখ সহ্য করতে পারে না। মোটকথা অন্যের সুখ তাদেরই সহ্য হয় না যারা ব্যক্তিত্বহীন এবং ঘৃণিত, নগণ্য মন-মানসিকতার অধিকারী।