You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৪
সন্ধ্যায় মিঠি মিঠি জ্বলে ওঠা সেই লন্ঠন
হারিয়ে গেছে তা,হয়েছে অতীতের নিদর্শন
বিজ্ঞানের এই আধুনিক অগ্রযাত্রায়
ছুটে চলেছে সবাই নতুন নিশানায়।
ওহে পথিকবর, কেউ তো বল;
কেমন ছিল অতীতের দিনগুলো?
আজও কি বিকেল হলেই কভুও,
মাঠে বল নিয়ে ছুটে চলে খোকাগুলো?