বর্তমান সময় দুনিয়ার মানুষগুলো হয়ে গেছে টাকা কেন্দ্রিক। যার যত বেশি টাকা পয়সা ধন দৌলত সে তত বেশি সম্মানী ব্যক্তি। আর তাদের কাছে নিচু প্রজাতির লোকেরা মানুষ বলতে কিছুই না। আসলে কি বিষয়টা এমন হওয়া উচিত? কখনোই না। কেননা সবার প্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। তাই আমাদের সকলের এই পৃথিবীতে সমান ভাবে বাঁচার অধিকার রয়েছে। গরিব শ্রেণীর লোকেদের উপর সর্বদা উচ্চ পরিবারের লোকেরা অত্যাচার করে আসছে। আমাদের সকলেরই স্বস্থান হতে এই বিষয়টার প্রতি সোচ্চার হওয়া উচিত। যেন এই সামাজিক দৃষ্টিভঙ্গিকে পাল্টানো যায়। কেননা এর থেকে গরিবরা হয় শোষিত আর ধনীরা হয় আরো ধনী। আপনি বর্তমান সময়ের গঠনমূলক একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে ধন্যবাদ।