You are viewing a single comment's thread from:

RE: সামর্থ্যবান সবাই যাকাত ও সদকাতুল ফিতর আদায় করুন।।

in আমার বাংলা ব্লগ2 years ago

যাকাত এবং সাদাকাতুল ফিতর সম্বন্ধে শিক্ষনীয় একটি পোস্ট আপনি তুলে ধরেছেন ভাইয়া। অবশ্যই আমাদের ঈদের দিন এর খুশিকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই উত্তম তার জন্য উচিত আমাদের যার যার বাড়ির পাশে গরিব মানুষরা আছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনি ঠিকই বলেছেন আমাদের অনেকেই রয়েছে যারা একটি জায়গায় দুটি জামা কিনে থাকে। আসলে এরকম বিলাসিতা না করে পাশের বাড়ির যদি কেউ অসহায় অবস্থায় থাকে তার দিকে একটু হলেও দৃষ্টি দিন সাহায্য হাত বাড়িয়ে দিন। সাদাকাতুল ফিতর এবং যাকাত এর বিষয়টা নিয়ে আমি যখন আলিম করছিলাম তখন "আল ফিকহ" বই থেকে জানতে পারি। যাকাত মূলত কেউ যদি এক বছরের অধিক সময় ধরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার জন্য যাকাত দেওয়া ফরজ। সাদাকাতুল ফিতর হচ্ছে আপনি ঠিক হয়ে বলেছেন আমাদের তারাবি রোজা ইফতার সেহেরী ইত্যাদি বিষয় গুলোর মধ্যে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলোর পরিশোধন মূলক আমরা সাদাকাতুল ফিতর বিলি করে থাকি। তবে এটি ঈদ গাহে যাওয়ার আগেই বিলি করে যাওয়াই উত্তম।

Sort:  
 2 years ago 

জী ভাইয়া যাকাত ও সদকাতুল ফিতরের মাধ্যমে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। ধন্যবাদ।