জেনারেল রাইটিং।। প্রিয় সাবজেক্ট ICT এর গল্পকথা।। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (artificial intelligence)
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
চিন্তা করলাম,আজকে থেকে আপনাদের মাঝে জেনারেল রাইটিং বিষয়ক পোস্টগুলিতে আমার কম্পিউটার ট্রেনিং করার সময় এবং এইচএসসিতে আইসিটি সাবজেক্ট নিয়ে যে সকল জ্ঞান অর্জন করেছিলাম সেগুলোর বিষয় ছোট ছোট করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।
আজকে আমি আপনাদের মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইংরেজি শব্দ বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জাদু পুরো বিশ্ব দেখতেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যে যন্ত্রটি ছিলো তার নাম হচ্ছে আইবিএম এর "ডিপ ব্লু"। আর এটি তৎকালীন সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি ক্যাসপারভ কে পর্যন্ত পরাজিত করেছিলো। এই গ্যারি ক্যাসপারভ ও কিন্তু দারুন একটি জিনিস। পরের কোনো পোস্টে এই বিষয় নিয়ে শেয়ার করবো।
বন্ধুরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মূলত কি? এই বিষয়টা আমাদের আগে জানা দরকার। দেখুন কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্র গুলো নিজে নিজে থেকেই কোনো কাজ করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত আপনি কমান্ড করেননি। তবে অনেক সময় এই ইলেকট্রনিক্স যন্ত্র গুলোর ভেতর নানা রকম সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর মধ্যে এমন কিছু সমস্যা থাকে যেগুলোর সমাধান যাতে যন্ত্রাংশের ভিতরেই আপনা-আপনি সমাধান হয়ে যায় তার জন্য এই যন্ত্র গুলোর ভিতরে প্রোগ্রামের মাধ্যমে কিছু সমাধান সেটআপ করে দেওয়া হয়। যাতে এই যন্ত্র গুলো নিজে থেকেই সমাধান করে নিতে পারে। আর এই সিস্টেমটাকেই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে।
মজার বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে ঠিক মানুষের মতই কম্পিউটারও অনেক চিন্তাভাবনা করতে পারে একই সাথে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা বলা হয়। তাছাড়াও অসম্পূর্ণ ডাটা বা তথ্য দিয়ে কিভাবে কম্পিউটার একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে সেই বিষয় নিয়েও গবেষণা করা হচ্ছে। আর বর্তমান যুগে নিউরাল নেটওয়ার্ক,ভয়েস প্রসেসিং সহ জনপ্রিয় ভিডিও গেমস এর ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক অবদান রয়েছে। তাছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার আরো চমৎকার কিছু দিক রয়েছে। তো সেই বিষয়গুলো পরবর্তী পোস্টে শেয়ার করবো। আজকের মত এখানেই শেষ করছি,আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1894285433116529079?t=e-YSBk-qelU9Bej_1jUXOw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুফ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চমৎকার ও সহজবোধ্য আলোচনা করেছেন।প্রযুক্তির এই যুগে এআই সম্পর্কে জানা সত্যিই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এর বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা। আপনার লেখাগুলো বেশ তথ্যবহুল এবং শিক্ষণীয়।
বর্তমান যুগের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি ব্লগে পোস্ট করলেন।। কিছুদিন আগে আমিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কয়েকটি পোস্ট শেয়ার করেছিলাম। বর্তমান যুগে প্রযুক্তিবিদ্যায় এটি হল সব থেকে উন্নততর একটি কৌশল। প্রোগ্রামিং এবং ডাটা ম্যানেজমেন্টের উন্নত একটি পর্যায়ে এই ধরনের কৌশল সমাজে প্রয়োগ করা সম্ভব হয়েছে। আপনি নিজের মতো করে সুন্দরভাবে সম্পূর্ণ প্রযুক্তিটি ব্যাখ্যা করলেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এখন ভবিষ্যৎ৷ আমরা অনেক ক্ষেত্রেই এর ব্যবহার দেখছি এবং সব জায়গায় এর ব্যবহার চালু হয়েছে ৷ একটা সময় আমরা দেখতে পাবো যে এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে এর কাজ থাকবে না৷ সব জায়গায় এর কাজ আমরা দেখতে পাব৷ প্রতিনিয়ত আমরা এর অনেকগুলো কাজ দেখে আসছি৷ ভবিষ্যতে আমরা এর আরো আধুনিক সংস্করণ দেখতে পাবো৷ আপনি আজকে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷