কবিতা আবৃত্তি পোস্ট।।হৃদয়ের আকাংখায় সম্বন্ধ গড়ি।। শ্রদ্ধেয় হাফিজ উল্লাহ ভাই।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
Source
উপরে যদিও বা লেখা রয়েছে ভালো আছি কিন্তু আসলেই আমি ভালো নেই। বেশ কয়েকদিন যাবৎ নানারকম টেনশনে শরীর এবং মন দুটোই এলোমেলো হয়ে গেছে। বেশ অসুস্থতায় ভুগতেছি। শরীর ও তেমন একটা সুবিধের ঠেকছে না। আজকে তো বিছানা আর আমার মধ্যে ভালোই সন্ধি হলো সারাদিনে। বিছানা থেকে উঠতেই মন চাচ্ছিলো না। ফোন চালানোর অবস্থাতেই নেই। ঠিক সে কারণেই কমিউনিটির একটিভিটিসও সঠিক ভাবে ধরে রাখতে পারতেছি না। যা সত্যিকার অর্থেই আমার কাছে অনেক বেশি কষ্টকর লাগতেছে।
যাই হোক বন্ধুরা তারপরেও আজকে আমি আপনাদের মাঝে একটি আবেগের কবিতা আবৃত্তি করবো।কবিতার নাম হচ্ছে "হৃদয়ের আকাঙ্খায় সম্বন্ধ গড়ি"। আর এই চমৎকার কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় এক্সিকিউটিভ এডমিন প্রিয় হাফিজ উল্লাহ ভাই। তিনি বরাবরই আমাদের মাঝে আবেগের কবিতাগুলি লিখে শেয়ার করে থাকেন। আর আমি হলাম ওনার এই দারুন দারুন কবিতা গুলির একজন নগণ্য পাঠক। লেখক এই কবিতার মধ্যে বাস্তবতা,কল্পনা এবং সময়ের সাথে সম্পৃক্ততা নিয়ে সুন্দর ভাষায় কবিতাটি লিখেছেন। আর তাহার এই সুন্দর কবিতাটি আজকে আমি আপনাদের মাঝে আবৃত্তি করতে যাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আবৃত্তি কেমন হয়েছে। নিচে আমার কবিতা আবৃত্তির লিংকটি দিয়ে দিলাম। বন্ধুরা কেমন লেগেছে আপনাদের? কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন।
হাফিজ উল্লাহ ভাই
সময় এক নির্মম হাতিয়ার
পরিস্থিতির সাথে বদলে দেয় আবেদন,
সম্পর্ক এক অভিলাষিত আবদার
ভালোবাসার সাথে বদলে দেয় জীবন।
সময়ের সাথে হৃদয়ের আবেদন
বিলীন হয়ে যায় রাতের স্বপন,
সম্পর্কের সাথে হৃদয়ের বন্ধন
নিঃসঙ্গ হয়ে যায় আবেগের কথন।
ভালোবাসা এক বিমল নিবেদন
হৃদয়ের চঞ্চলতায় আবেগ সমর্পণ,
কল্পনার সীমানা মাড়িয়ে বাস্তবতা
জল্পনার সমুদ্রে ছড়ায় হতাশা।
সময়ের সাথে ভালোবাসার সংঘাত
বাস্তবতার সাথে কল্পনার বিবাদ,
হৃদয়ে আবেগের উত্তাল ঢেউ
রাত্রি নিশিতে ঘুম ভাঙায় কেউ।
তবুও আমরা ছুটে চলি
সময়ের সাথে আপোষ করি,
সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকি
হৃদয়ের আকাংখায় সম্বন্ধ গড়ি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বেশ ভালো হয়েছে আপনার আবৃত্তিটি ভাই, আমার কাছে দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ এতো সুন্দর করে কবিতাটি আবৃত্তি করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করি মাঝে মাঝে আপনার কবিতা গুলি আবৃত্তি করার জন্য যাতে করে আপনার কবিতার গুণ কিছুটা হলেও আমার মধ্যে আসে। কারণ আপনি অসম্ভব সুন্দর কবিতা লিখেন , আপনার লেখা কবিতা গুলি ভীষণ ভালো লাগে ভাই।
শ্রদ্ধেয় হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো ভাই। আপনার কবিতা খুবই দুর্দান্ত হয়েছে। বেশ মিষ্টি কন্ঠে অত্যান্ত চমৎকার ভাবে কবিতা টি আমাদের মাঝে আবৃত্তি করেছেন । এতো সুন্দর কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ভাই আন্তরিক ধন্যবাদ জানাই।
Deily task proof:-
আমাদের হাফিজুল্লাহ ভাইয়ের কবিতাগুলো খুবই সুন্দর হয়। উনি বিশেষ করে এই ধরনের হৃদয়ের অনুভূতিমূলক কবিতাগুলো লিখে থাকেন। আপনি এমন সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা। মুগ্ধ হয়ে গেছি আপনার কবিতা আবৃত্তি শুনে
https://x.com/mdetshahidislam/status/1892232066600939581?t=TPJDQo3rA4mv3I2p4mcS7w&s=19
ভালো আবৃতি করলেন কবিতাটি। কবিতাটির সুর তাল ছন্দ সবকিছুই ছিল পারফেক্ট। আপনার গলায় এত মিষ্টি কি সুন্দর করে আবৃত্তি করলেন আমার কানে এখনো বাজছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
হাফিজ ভাইয়ের এই কবিতাটি খুব সুন্দর। আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। আপনার আবৃত্তি শুনে ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের দারুন একটি কবিতা আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।