।।নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। পর্ব-৯
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ৯ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২১+ মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পারবেন, সোহাগ রিমাকে তার ছোট আম্মুর সাথে দেখা করানোর জন্য মোড়ল বাড়িতে নিয়ে আসা। ঠিক সে সময়ে তাদেরকে সুরুজের বাবা ধরে ফেলে। সুরুজের বাবা সোহাগ কে মারতে যায় তখন রিমার ছোট আম্মু রিমা এবং সোহাগকে সেখান থেকে চলে যেতে বলে। আর তখনই সুরুজের বাবা সুরুজের মাকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে চলে যায় বিচার করার জন্য। আর তখনই মোড়ল বাড়ি থেকে সুরুজের মাকে বের করে দেয়,চুপিসারে রিমাকে সোহাগের সাথে বিয়ে দেওয়ার অপরাধে। এদিকে রিমা তার ছোট আম্মার কি শাস্তি হয়েছে সেই চিন্তায় অস্থির হয়ে গেছে।
ঐতো আগেই বলেছিলাম এই নাটকের হাস্যকর মুহূর্ত হচ্ছে মাস্টারমশাই আর সুলতানার। দুজনের মধ্যেই হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যায় কিন্তু মাস্টারমশাই সেখান থেকে পালিয়ে যায় সুলতানা কে দেখে। পরের দিন সকালবেলা সবাই মিলে মোড়ল বাড়ির এক বউকে না দেখে অস্থির হয়ে গেছে,সেই বৌ কে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা শুনে। এরপরে রিমার মা এবং বড় ভাবি মিলে রিমার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এদিকে মোড়ল মশাই লাঠিয়াল দের থেকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা জরিমানী করে দেয় দুজনের থেকে। কারণ তারা পাহারা দেওয়া সত্ত্বেও রিমা এবং সোহাগ মোড়ল বাড়িতে এসেছিল কিভাবে সেই অপরাধে।
রিমার মা এবং ভাবি সোহাগের বাসায় গিয়ে নানা রকম কথা শুনিয়া আসে। সেই সাথে তারা এটাও হুঁশিয়ারি দিয়ে আসে যে তারা যেন আর কখনো মোড়ল বাড়িতে না যায়। যদি যায় তাহলে ঠ্যাং ভেঙ্গে রেখে দিবে। একদিন মোড়ল মশাই গ্রামে হাঁটতে বের হয়, তখন সোহাগের বাবা তথা রিক্সাওয়ালার সাথে মোড়ল মশাইয়ের দেখা হয়ে যায়। মোড়ল মশাই সোহাগের বাবাকে নানা রকম হুমকি ধমকি দেয়। কিন্তু সোহাগের বাবা মোড়ল মশাই কে উল্টা উপদেশ দেয় ভালো হয়ে যাওয়ার জন্য। নয়তোবা গ্রামের মানুষ তাকে গণধোলাই দিয়ে ধুলার সাথে মিশিয়ে দিবে। আর সেখান থেকে চলে যায়।
রিক্সাওয়ালা বাসায় এসে দেখে পুরো বাসা নীরব হয়ে গেছে। তখন সোহাগকে ডেকে বলে কি হয়েছিল। তখন সোহাগ বলে মোড়ল বাড়ির লোক এসে আমাদের অপমান করে গেছে। সোহাগের বাবা তখন সিদ্ধান্ত নেয় মোড়ল বাড়ির লোকদেরকে রাস্তায় নামাবে সেই ফন্দি তৈরি করে। এদিকে রিমার মা এবং ভাবির বাসায় ফিরতে রাত হয়ে যায়। বাসায় ঢুকতেই মোড়ল মশাই তাদের আটকে দেয়। আর রিমার মাকে মোড়ল বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু রিমার মা উল্টো তর্ক করে মোড়ল মশাইয়ের সাথে যে কেন সে বাড়ি থেকে বের হয়ে যাবে? তখন মোড়ল মশাই রিমার মাকে মারার জন্য এগিয়ে যায় ঠিক সে সময়েই সুলতানা এসে মোড়ল মশাইকে আটকে দেয়। আর এখানেই নাটকের এই পর্বটি শেষ হয়ে যায়।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
মোড়ল মশাইয়ের এখন অব্দি অহংকার কমেনি। মানুষরা তাকে সম্মান করছে না এটা সে মেনে নিতে পারছে না। অপরদিকে রিকশাওয়ালার কথা স্বভাবের বাবা মোড়ল বাড়ির অহংকার ধলোই মিশে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু গরিব রিক্সাওয়ালা সেই কাজ করতে পারবে কি? সেটাই এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী পর্বে ধনী গরিবের লড়াই নাটকের মধ্যে কি ঘটতে চলেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1880507838877036819?t=9nYzgM9iw19SwlcGudflig&s=19
টাস্ক প্রুফ
ঈগল টিমের নাটক গুলো আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে।যদিও আপনার শেয়ার করা নাটকটি আমার দেখা হয়নি তবে নাটকটি পড়ে ভীষণ ভালো লাগলো।সবাই করে নাটকের পর্ব গুলো দেখে নিবো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।