ফটোগ্রাফি পোস্ট।। রেনডম সাতটি ফটো দিয়ে একটি অ্যালবাম।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোন সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নেই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
নীল আকাশসহ কর্মব্যস্তময় মানুষ।
এই ফটোগ্রাফি টা সংগ্রহ করেছিলাম ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ের দিক। সে সময় গ্রামেগঞ্জে নতুন ধান উঠেছিলো। তাই নিয়ে কৃষক গিন্নিগণ স্কুলের মাঠে ধান শুকাচ্ছিল। পুরো স্কুলের মাঠে মানুষে মানুষ। ধান শুকানো নিয়ে মনে হচ্ছিল যেন প্রত্যেকেই প্রতিযোগিতার মধ্যে নেমেছে। নীল আকাশ সহ মানুষের এই কর্মব্যস্তময় সময়টাকে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন।
📸ফটোগ্রাফি দুই📸:
সরিষা ফুল।
সরিষা ফুলকে নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই আর। কেননা সরিষা ফুল কিছুদিন আগেই কৃষকদের জমিতে ভরপুর ছিলো। যার ফলে প্রত্যেক মানুষই এই হলুদের সমারহ সৌন্দর্যের সুবাস এবং ঘ্রাণ নিতে গিয়েছিল কৃষকদের জমিতে। আমিও গিয়েছিলাম কোন এক সময় এই সরিষা ক্ষেতে ।সেখান থেকেই এই ফটোগ্রাফিটা করে রেখেছিলাম।
📸ফটোগ্রাফি তিন 📸:
পুকুর।
এই পুকুরটির ফটোগ্রাফি করেছিলাম আমাদের রংপুরের জাদুঘর তথা তাজহাট জমিদার বাড়ি থেকে। কথিত আছে এই পুকুরটি সেসময়ের রাজা খনন করেছিল। আর এটিতে রাজবাড়ীর সকলেই গোসল করতো। শুধু এরকম একটি পুকুর নয় এরকম প্রায় চারটি পুকুর রয়েছে পুরো জমিদার বাড়িতে।
📸ফটোগ্রাফি চার📸:
সবুজ প্রকৃতি।
এই ফটোগ্রাফিটা অনেক আগের করে রাখা। যখন আমন ধান লাগা হয়েছিলো কৃষকদের জমিতে প্রায় সেই সময়ের করে রাখা এই ফটোগ্রাফিটি। সত্যি বলতে কৃষকদের জমিতে একেক এক সময় একেক রকমের বৈচিত্র্যময় রূপ লক্ষ্য করা যায়। সেই রূপো বৈচিত্র্যময় পরিবেশের একটি চিত্র এই ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম।
📸ফটোগ্রাফি পাঁচ📸:
বৃক্ষময় রাস্তা।
এরকম রাস্তা বর্তমান সময়ে খুব কমই লক্ষ্য করা যায়। রাস্তার দুধার দিয়ে বড় বড় বৃক্ষ এবং এরকম চিকন রাস্তা দিয়ে পথ চলতে কি রকম ভালো লাগে সেটা সেই বলতে পারবে যে এই রাস্তাগুলো দিয়ে পথ চলেছে। ব্যক্তিগতভাবে আমার কাছেও ভীষণ ভালো লাগে এরকম রাস্তা। এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।
📸ফটোগ্রাফি ছয়📸:
যমুনেশ্বরী নদী।
এটি হচ্ছে যমুনেশ্বরী নদীর একটি ফটোগ্রাফি। মূলত এই নদীটি আমার বাসা থেকে খুব বেশি হলে ৪ কিলোর মত হবে দূরে। তবে মাঝে মাঝেই যাওয়া হয় এই নদীর ধারে। বিশেষ করে কোন কাজে বদরগঞ্জ ঢুকলে এই নদী অতিক্রম করে যেতে হয়। সেই সময়টা সত্যিই অনেক বেশি ভালো লাগে। মোট কথা নদীর পাড় দিয়ে হেঁটে যেতে পারলে আরো ভালো লাগে। এই ফটোগ্রাফিটি ও করছিলাম নদীর পাড় থেকেই।
📸ফটোগ্রাফি সাত 📸:
শিশির ভেজা প্রভাত।
এইবার যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি করেছিলাম এইবার শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা উপলক্ষে। কিন্তু এমনিতেই অনেক ফটোগ্রাফি করেছিলাম যার ফলে এই ফটোটি আপলোড করা হয়নি সেই প্রতিযোগিতায়। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেই। কেমন লাগলো আপনাদের কাছে শিশির ভেজা প্রভাত এর দৃশ্যটি?
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ভাই আজকে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সরিষা ফুলের ফটোগ্রাফি, রাস্তার ফটোগ্রাফি এবং সবুজ ধানের ক্ষেত দেখে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ডেইলি টাস্ক প্রুফ:-
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলোতে প্রকৃতির ছোঁয়া বিদ্যমান। দেখতেই ভালো লাগছে। আসলে প্রকৃতির এরকম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে সরিষা ফুলের ফটোগ্রাফি আর শেষের যে ফটোগ্রাফি কুয়াশায় ভরা এটাই দারুন লাগছে আমার কাছে ।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি অপূর্ব লাগলো। সরিষা ফুল, সবুজ প্রকৃতি এবং শিশির ভেজা প্রভাত আমার কাছে বেশি অপূর্ব লেগেছে। শিশির ভেজা সকাল আসলেই অনেক ভালো লাগে। কি দারুন ভাবে ফটোগ্রাফিটি কিপচার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফটোগ্রাফি গুলো সহ গুছিয়ে বর্ণনা করে দারুন একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে ক্যাপচার করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
https://x.com/mdetshahidislam/status/1890808000400540026?t=c7-AcNqgcE-QM3RG-RS7gg&s=19
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পরে এমন বৃক্ষময় রাস্তা দেখতে পেলাম এমন রাস্তা আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আজকে আপনি চমৎকার সাতটি ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি ও ধানক্ষেতের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। এবং রাস্তার ফটোগ্রাফি ও নদীর ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বৃক্ষময় রাস্তার ফটোগ্রাফিটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাই। এমন রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। তাছাড়া ষষ্ঠ ফটোগ্রাফিটাও দারুণ লাগছে দেখতে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।