কবিতা পোস্ট।। এক গুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
ভারাক্রান্ত মন নিয়ে চলেছি
এই আমি দিবারাতি,
বিপদ দেখে কেউ নেই পাশে
সরে গেছে সবাই অদূরে।
যাদের ভেবেছিলাম আপনজন
তারা হলো সুখ পাখি সুখের মহাজন।
এখন বুঝলাম,
নিজের দুঃখ রাখতে হবে নিজের মনে
সমাধান করতে হবে আপন জ্ঞানে।
📝অনু কবিতা নং:-২📝
জীবনে যখন পতিত হবেন কষ্টে
তখনই বুঝবেন কি ঘটে জীবনের সঙ্গে।
মরিয়া হয়ে কেঁদেছিলেন যাদের দুঃখে
সুযোগ বুঝে তারাই করবে আঘাত,
আপনার কলিজাতে।
উপকার তো করবেই না, করে যাবে ক্ষতি!
তবুও তারাই যেনো এই সমাজে মহারতি।
কষ্ট বলিওনা লোক সমাগমে
তব,আপনার কষ্ট শুনে সবাই মজা নিবে।
📝অনু কবিতা নং:-৩📝
ওহে মানব,
রক্ত মাংসের গড়া মানুষ কিসের করো বড়াই
সময় ফুরিয়ে গেলে কবর দেশে পতিত হবে সবাই।
কিসের দেখাও সম্পদের অহমিকা
স্রষ্টার এক ইশারাতেই হারিয়ে যাবে তোমার সব নিশানা।
কিসের করো রূপের অহংকার
কঠিন পরিস্থিতি বিলীন করতে পারে তোমার সব ঝংকার।
কিসের করো বংশ গৌরবের বিলাসিতা
হয়ে যেতে পারে সব ধ্বংস, বিপদ কভুও বলে আসেনা।
📝অনু কবিতা নং:-৪📝
প্রকৃতি সেজেছে নতুন রূপে
হাসছে যেনো মন খুলে।
এমন রূপ দেখেছো কি কভু?
প্রকৃতির মুগ্ধতা যতো।
এমন রূপের দেখা মিলে
ঋতুর রাজা বসন্তে।
পুরোনো স্মৃতিকে ভুলিয়ে
প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে।
গাছে গাছে নতুন রূপ
চোখে আসে শীতল সুখ।
অণু কবিতা গুলির মূল কথা:-
সমাজে তথাকথিত কিছু সংখ্যক লোক আছে যারা সর্বদা নিজের দাম্ভিকতা দেখায়।অর্থ সম্পদের প্রাচুর্যের অহংকার দেখায়।যা ব্যক্তিগতভাবে আমায় বড্ড ভাবায়।একটু ভেবে দেখুনতো সেসকল লোকেদের এই কৃতকর্ম গুলি কতটুকু যৌক্তিক?মূলত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষরা কখনোই এরকম করেন না।আবার কিছু মানুষ দেখবেন যারা মানুষ হয়ে একটু সৌন্দর্যপূর্ণ হলেই রূপের বড়ই করে,যা সত্যি ভীষণ নিন্দনীয়।মনে রাখতে হবে এই সব কিছুই ক্ষণস্থায়ী।রূপ,সম্পদ নিয়ে কখনোই বড়ই করতে নেই, কেনোনা দরিদ্রতা এবং বিপদ কখনোই বলে কয়ে আসেনা।আমাদের রব চাইলে সব কিছু নিমিষেই শেষ হয়ে যাবে। অজকের অণু কবিতা গুলি তেমনি অর্থবহন করছে।আবার কিছু মানুষ থাকে যাদেরকে আমরা আপন ভেবে চলি।নিজের ভালোর চিন্তা বাদ দিয়ে তাদের উপকার করে চলি,কিন্তু তারাই সুযোগ বুঝে আমাদেরকে ভীষণ রকম কষ্ট দিয়ে থাকে।আবার ঋতুর রাজা বসন্ত কে নিয়েও কিছু কথা লিখেছি।কেমন লেগেছে আমার অণু কবিতা গুলি মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানাতেই পারেন।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1896476909258874914?t=nN0pqglhZ2XQjL_EJ5J3vA&s=19
আমার তো খুবই ভালো লাগে অনু কবিতা লিখতে। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার। তবে আপনার ভালো লাগার কবিতা গুলো পড়ে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কবিতাগুলো লিখছেন মনের অনুভূতি দিয়ে। প্রতিটি কবিতা খুবই চমৎকার ছিল।
Deily task:-
ভাইয়া আপনার প্রত্যেকটা অন্য কবিতা আমার কাছে ভালো লেগেছে। তবে আপনার দুই নং কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি প্রফেশনাল কবি না হলেও। আপনার কবিতাগুলো বলে দিয়েছে আপনি একজন প্রফেশনাল কবি চেয়ে কম নয়। আপনি অনেক ভালো কবিতা লিখতে পারেন এভাবে চালিয়ে যান ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতাগুলো একেকটি ভিন্ন অনুভূতির প্রতিচিত্র। প্রথম তিনটি কবিতায় জীবনের বাস্তবতা, দুঃখ ও প্রতারণার গভীর উপলব্ধি ফুটে উঠেছে, যা সত্যিই মন ছুঁয়ে যায়। আর চতুর্থ কবিতায় প্রকৃতির রঙিন রূপের অপূর্ব বর্ণনা দারুণ লাগলো, বিশেষ করে বসন্তের সৌন্দর্য তুলে ধরার প্রয়াস প্রশংসনীয়। সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনার ছোঁয়া পাওয়া যায় প্রতিটি কবিতায়।
চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন ভাইয়া। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালই লাগে। বিভিন্ন টপিক নিয়ে অনু' কবিতা গুলো লিখেছেন। সত্যি মানুষের এত কিসের বড়াই। একদিন তো এই সবকিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা তো সবকিছু বুঝি তারপরেও যেন কিছুই বুঝিনা। কবিতাটি অসাধারণ হয়েছে ভাই।ছন্দে ছন্দে বসন্তের রূপের বর্ণনা দারুন লাগলো।
আজ আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। আসলে মানব জীবনের সুখ-দুঃখ নিয়ে বিভিন্ন ধরনের ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার লেখা এই অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ,সুন্দর লিখেছেন তো ভাইয়া।অনুকবিতাগুলি বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়েছে বলে পড়ে ভালো লাগলো।বিশেষ করে প্রকৃতি নিয়ে লেখা কবিতাটি দারুণ ছিল।ধন্যবাদ আপনাকে।