নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।।পর্ব -১৩

in আমার বাংলা ব্লগ2 days ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।

IMG_20241021_124127.jpg

নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:

নাটকের নাম:ধনী গরিবের লড়াই
পর্ব নং:১৩
পরিচালক:ঈগল টিম
প্রযোজক:কচি আহমেদ
অভিনয়:ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে
নাটকটির দৈর্ঘ্য:২৪+মিনিট
রচনা:সোলায়মান
সম্পাদনা:অনিক ইসলাম
ভাষা:বাংলা
দেশ:বাংলাদেশ
নাটকটির সংক্ষিপ্ত বর্ণনা:

নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।

1000011399.jpg
ধনী গরিবের লড়াই নাটকের এই ১৩ তম পর্বে আপনারা দেখতে পারবেন শুরুতেই মোড়ল মশাই এবং মোড়ল মশাইয়ের ছেলে রতন সোহাগের দুই বন্ধুকে ধরে মারছিলো। আর তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসেন। সোহাগের ওই দুই বন্ধুকে ছেড়ে দিতে বলেন। আর বলেন কোনো অভিযোগ থাকলে থানায় এসে মামলা করতে পুলিশরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। সেই সাথে রতনকে সোহাগের বাবাকে মারার অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। আর সোহাগ মোড়ল মশাই কে বলে আদালতে আসেন কথা হবে। তখন মোড়ল মশাই রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে মাস্টার মশাই এই খবর রতনের মা এবং ভাবিকে যখন দেয় তখন তারা হতবাক হয়ে যায়। আর তখনই মাস্টার মশাই বলে যাবর জীবন কারাদন্ড হতে পারে। তবে ভালই হয়েছে কারণ রতন নির্দোষ রিক্সাওয়ালাকে মারতে গিয়েছিলো। তখন মাস্টার মশাই এর উপর সবাই রেগে ওঠে।

1000011411.jpg

1000011413.jpg

এরপরে সুরুজের মা যখন সুরুজ দের বাসায় যায় তখন সুরুজের বাবা সুরুজের মাকে বাসায় উঠতে নিষেধ করে। এই নিয়ে নানা রকম তর্ক শুরু হয়ে যায়। তখনই সুলতানা এসে সবাইকে খবর দেয় তাদের রতন ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশে। আবার এই দিকে মোড়ল মশাই অসুস্থ হয়ে পড়েছে প্রেসারের সমস্যা হয়ে। আবার সোহাগের বাসায় সোহাগের মা এবং বোন সোহাগের বাবাকে মোড়ল মশাইদের সাথে এরকম শত্রুতা করতে নিষেধ করে এবং সবকিছু মিটমাট করে নিতে বলে। তাই সোহাগের বাবা সোহাগ এবং রিমার বাসায় আসার জন্য অপেক্ষা করে। তখন রাস্তায় রিমা এবং সোহাগকে শুরু এবং তার মেজ ভাই মিলে পথ আটকে দেয়। আর এক পর্যায়ে সরুজের মেজ ভাই রিমার গায়ে হাত তুলতে যায় তখনই সোহাগ আটকিয়ে দেয়। আর বলে তোদের সাথে রাস্তায় কোনো কথা নেই কথা হবে আদালতে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়।

1000011415.jpg
এদিকে রিমার মা এবং ভাবি মোড়ল বাড়িতে চলে আসে রিমাকে এটা বলতে যে রিমা যেনো রতনের বিরুদ্ধে করা মামলাটি তুলে নেয়। কিন্তু রিমা মামলা তুলতে অস্বীকার জানায়। তাই রিমার মা এবং ভাবি সোহাগের পরিবারকে বিভিন্নভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। এদিকে সুরুজ রাতের বেলা মোড়ল বাড়িতে ফিরে আসে তখন মোড়ল মশাই সুরুজকে জিজ্ঞাসা করে কি হলো রতনের মামলার? তখন সুরুজ বলে রিমা মামলা তুলে নিবে না রতনের জেল ও হতে পারে। তখন মোড়ল মশাই আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন রিক্সাওয়ালাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার জন্য মোড়ল মশাই পরিকল্পনা করে। আর কিভাবে রতনকে জেল থেকে বের করা যায় সেই পরিকল্পনা করে। তখন সুরুজকে তার বাবা সহ উকিলের কাছে যেতে বলে।

1000011417.jpg

1000011419.jpg
রতনকে বাঁচানোর জন্য সুরুজ এবং সুরুজের বাবা করিম উকিলের কাছে যায়। উকিলকে নানা রকম কথা বানিয়ে বলে মামলা সাজায়। আর বলে যেকোনো ভাবেই হোক রতনের যাবিন কিংবা মুক্তি চাই। এদিকে আবার সোহাগ এবং রিমা দুজনেই উকিলের কাছে যায় যাতে তারা সঠিক বিচার পায়। তখন উকিল সাহেবা রিমা এবং সোহাগের থেকে সবকিছু শুনে নিয়ে মামলা দায়ের করে। আর তাদেরকে বলে মামলার ডেট জানিয়ে দিবে। সোহাগ এবং রিমা উকিল সাহেবাকে বলেন তারা যেনো সঠিক বিচার পায়। রাস্তায় পুরুষের এবং সুরুজের বাবার সাথে সোহাগ এবং রিমার দেখা হয়ে গেলে সুরুজেরা রিমা কে মামলাটি তুলে নিতে বলে কিন্তু রিমা তাতে অস্বীকৃতি জানায়। সোহাগ এবং রিমা তারপরে সেখান থেকে চলে যায় আর তখনই নাটকের এই পর্বটি শেষ হয়ে যায়।
চলবে...........

নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-

এখন এই নাটকের এই পর্ব থেকে আরো দারুন একটা ধামাকা শুরু হয়েছে।কেনোনা মোড়লদের অহংকার এখন পতনের দিকে।তার কারণ হলো মোড়লের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সোহাগের বাবাকে মারার চেষ্টা করার কারণে।আর রতনের বিরুদ্ধে মামলা করেছে রতনের বোন রিমা নিজেই।এমন কি রিমা নিজেই সোহাগ কে নিয়ে উকিলের কাছে গেছে ন্যায্য বিচার চাইতে।যখন উকিল রিমাকে বলে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি সাক্ষী দিতে পারবেন তখন তিমা বলে পারবো অবশ্যই।তারপর উকিল সোহাগদের কেস লিখে নেয় আর কোটে কেস লড়তে রাজি হয়।যাইহোক বন্ধুরা দেখা যাক পরের পর্বে কি ধামাকা ঘটতে চলেছে।
নাটকের সব পিকচার গুলা ইউটিউব থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক:🔗

💹নাটকে আমার ব্যাক্তিগত রেটিং: 💹

১০/৯

🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010945.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif









Sort:  
 2 days ago 

ডেইলি টাস্ক প্রুফ:-

1000011424.jpg

1000011425.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

এই নাটকটি দারুণ একটি নাটক। ধনী গরিবের লড়াই নাটকটি অনেকবার দেখেছি দেখার সুযোগ হয়েছে আমার। অনেকের কাছ থেকে রিভিউ দেখেছি ভীষণ ভালো লাগে। আজকে আবার আপনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 yesterday 

এরকম সুন্দর সুন্দর নাটক গুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির ১৩ তম পর্বের রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই পর্বটা আপনি আজকে অনেক সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন।

 14 hours ago 

ধনী গরিবের লড়াই নাটকের ১৩ তম পর্বের রিভিউটা খুব সুন্দর ছিল। দেখতে দেখতে নাটকের তেরোটা পর্ব শেষ হয়ে গেল। আপনি অনেক সুন্দর করে নাটকটার সবগুলো পর্বের রিভিউ শেয়ার করছেন। আশা করি এভাবে বাকি পর্বগুলোর রিভিউ শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম এখন এই নাটকটার পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।