ভালো এবং খারাপ দুটো নিয়েই আমাদের সমাজ গঠিত। তবে খারাপ পরিস্থিতিতে না পড়লে ভালো জিনিসটার কদর বোঝা যায় না। আপনি সঠিক বলেছেন আপনার আজকের পোষ্টের কথা বলি। আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক থাকেই যারা সর্বদা অন্যের ভালো চায় আবার কিছু লোক থাকে যারা সর্বদা অন্যের ক্ষতি চায়। প্রত্যেকের উচিত সেই খারাপ চাওয়া লোকগুলো থেকে দূরত্ব বজায় রাখা।