You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৫

জোছনা ভরা নিশীতে
চাঁদ আলো দেয় যখন ঝলমলে,
তখনই মনে পড়ে তার কথা
যাকে নিয়ে বুনেছিলাম মনে প্রেমের বাসা।

বিকেলের ঐ পাখির কলগানে
সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে
তখনই মনে পড়ে তার কথা
হারিয়েছি যাকে অকাল বেলা।