জেনারেল রাইটিং।।পরিস্থিতি মানুষকে একা করে দেয়—
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মানুষ সামাজিক জীব এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তারপরেও মানুষ বিভিন্ন কারণে একাকিত্বে জীবন যাপন করে। এটার মূল কারণ হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ একজন মানুষ সঙ্গবদ্ধ ভাবে পরিবারকে নিয়ে যতই একত্রে বসবাস করতে ইচ্ছা পোষণ করুক না কেনো মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি এসে দাঁড়ায় যে নিজেকে আত্মগোপন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যার ফলে মানুষ একাকিত্বে নিজেকে লুকিয়ে ফেলে। নিজেকে আবিষ্কার করে একক ভাবে।
তবে সেই পরিস্থিতি গুলি কি কেবলমাত্র এককভাবেই তৈরি হয়? উত্তর অবশ্যই না। কেননা এককভাবে কখনোই মানুষের পক্ষে কোনো কিছু সম্পূর্ণ করা সম্ভব নয়। এখানে পরিস্থিতি বলতে আমি ভালো কোনো অবস্থানকে বুঝাইনি অবশ্যই খারাপ অবস্থাকে বুঝিয়েছি। যতটা সম্ভব মানুষ সর্বদা চেষ্টা করে নিজের ভালোটা আগে করার জন্য। এরপরে অন্যদের ভালো করা সম্ভব হলে করে নতুবা নিজের স্বার্থ নিয়ে বিভোর থাকে। সেক্ষেত্রে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের পরিস্থিতি যেমনই হোক তাতে সেই ব্যক্তির কোন কিছুই যায় আসে না।
এমন কিছু মানুষ রয়েছে যারা সর্বদাই আত্মস্বার্থে বিভোর থাকে। এই জাতীয় মানুষগুলো বরাবরই অন্য মানুষদের ক্ষতি সাধন করে থাকে। নিজের ইচ্ছামত অন্যদের ঠকিয়ে পরবর্তীতে উপমা দেয় যে পরিস্থিতি আমাকে এই কাজটি করতে বাধ্য করেছে। কিন্তু আদৌ কি এটা সঠিক? আমার মনে হয় না। কারণ পরিস্থিতি খারাপ হতে পারে স্বাভাবিক তাই বলে অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করতে হবে এটা কোন নৈতিকতার মধ্যে পড়ে আমার বুঝে আসেনা।
আমাদের মনে রাখতে হবে আজকে আমরা যে ক্ষতিটা অন্যের করতেছি আগামীতে সেই ক্ষতির মধ্যে আমরাও পতিত হবো। আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা যার ক্ষতি করতেছি সেই মানুষটার কি রকম পরিণতি হতে পারে ঐরকম পরিনতিতে পতিত হলে আমি কি সেই কষ্ট সহ্য করতে পারবো কিনা। এরকম ধরনের চিন্তাভাবনা করেই সামনের দিকে এগোনো উচিত। একাকীত্ব ভয়াবহ এক পরিস্থিতি। যথাযথভাবে চেষ্টা করা উচিত কারো ক্ষতি করা থেকে বিরত থাকা।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP