লাইফ স্টাইল।।কুষ্টিয়ার বিখ্যাত কুলফী মালাই খাওয়ার মুহুর্ত।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার জীবনে চমৎকার সময় গুলোর মধ্যে এই সময়টা ছিল অন্যতম। ভীষণ ভালোলাগার একটি মুহূর্ত ছিল। কেননা আমার জীবনের প্রথম কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই খাচ্ছিলাম। যদিও বা এর আগে খেয়েছিলাম কিন্তু সেটা হয়তোবা খাঁটি ছিল না। কেননা আমাদের রংপুরে সেটি লোকাল ভাবে খেয়েছিলাম। তবে এই সময়টা ছিল অনেক বেশি আনন্দঘন। তার কারণ বন্ধু রাসেলের সাথে এই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেয়েছিলাম। এজন্যই সময়টা অনেক বেশি স্পেশাল ছিল।
তাছাড়াও কুষ্টিয়ার কুলফি মালাই এর যে কি স্বাদ হয়ে থাকে সেটা নিজে বুঝতে পেরেছিলাম সেইদিন। আমি ভেবেছিলাম যে কুলফি মালাই তো এর আগেও খেয়েছি তাই ভাবলাম ঐরকমই হবে হয়তো। এজন্যই প্রথমে আমি খাওয়ার জন্য দ্বিমত পোষণ করেছিলাম বন্ধু রাসেলের সাথে। তারপরে সে নিজেই দুটি কুলফি মালাই অর্ডার করেছিল। অবশেষে কৌঠার মুখ খুলে খাওয়া শুরু করলাম। প্রথম চুমকেই যেন মুখে অমৃত স্বাদ অনুভব করলাম।
আর এই কুলফি মালাই খাওয়ার স্থানটার কথা যদি বলি তাহলে তো মনে আরো আনন্দের জোয়ার বয়ে যাবে। এটা খেয়েছিলাম অবশ্য কুষ্টিয়ার ধর্মাব্রিজের নিচে। সত্যিকার অর্থেই চমৎকার একটি জায়গা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। কারণ সব সময় এই ব্রিজের নিচে বসলে মৃদু বাতাসের ছোঁয়া গায়ে এসে লাগে। নদীর অপরূপ সৌন্দর্যতা মনে দোলা দিয়ে যায়। বুঝতেই পারছেন নদীর পাড়ে বসে এরকম পছন্দের একটা জিনিস খেতে পারার মজাটা কি রকম হতে পারে।
বেশি না পার পিস কুলফি মালাই এর দাম ৫০ টাকা করে। আমার কথা হচ্ছে যদি কোন জিনিস খেয়ে মজা পাই বা ভীষণ ভালো লাগে তাহলে সেটা খাওয়ার জন্য টাকার গণনা করলে চলবে না। আপনারা চাইলে কুষ্টিয়ায় গিয়ে কুষ্টিয়ার কুলফি মালাই টেস্ট করতে পারেন। সত্যি বলতে স্বাদে যেন অমৃত অনুভব হবে। যদি সময় হয় কখনো তবে আবারো যাব সেই কুষ্টিয়া শহরে কেবলমাত্র এই কুলফি মালাই এর টানে। তবে অশেষ ধন্যবাদ বন্ধু রাসেলকে। যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
কুষ্টিয়ার বিখ্যাত কুলফী মালাই দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। আর বিখ্যাত খাবার গুলোর টেস্ট অন্যরকম হয়। ভালো লেগেছে ভাই।
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1949380051499471342?t=wOYLwD357Rq8ZPltPXphag&s=19
এই গরমের দিনে কুষ্টিয়ার বিখ্যাত কুলপি মালাই খেতে দারুন টেস্টি । যেটা অনেকবার খাওয়া হয়েছে । অনেকদিন হলো খাওয়া হয় না রাস্তার পাশে বিক্রি করে। যেখানে মানুষ এই কুলপি মালাই খাওয়ার মাধ্যমে প্রশান্তি পায়।
https://x.com/mdetshahidislam/status/1949824603532226835?t=njnih6brbk75BZQm17ZJEA&s=19
https://x.com/mdetshahidislam/status/1949826651103146118?t=i0F6MCqBFdvWj6DSF2f3BA&s=19
কুলফী মালাই দেখেই তো খেতে ইচ্ছে করছে। আসলে এরকম খাবার গুলো খেতেও ভালো লাগে। আর যদি সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে মজার খাবার খাওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগে।