মনের কথা কাউরের সাথে শেয়ার করার জন্য একজন বিশ্বস্ত মানুষের দরকার। বিশ্বাস সব মানুষকে করা যায় না। এছাড়া বিশ্বাসের মর্যাদাও সবাই দিতে পারে না। যেই মানুষটাকে বিশ্বাস করব তাকে যাচাই করতে হবে সে বিশ্বাসের যোগ্য নাকি ।তাহলে তার সাথে বিশ্বস্ত সব ধরনের কথা বলা যাবে। আপনার এই গল্পটি শুনে বেশ ভালো লাগলো। আল্লাহ হাফেজ।