You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩

in আমার বাংলা ব্লগ21 days ago

বাংলা আমার মায়ের ভাষা
জন্মেছি তার কোলে,
তবু কেনো বিদেশি ভাষায়
সাজাই কথা রোলে?

কথায় কথায় ইংরেজি ছোঁয়া,
হিন্দি-উর্দু টানে,
বাংলা থাকুক মনের মাঝে,
হারাবে না প্রাণে।

রাজপথ ভরে শপথ নেব,
বাংলাই তো চাই,
মায়ের ভাষার গৌরব রক্ষা
সবাই মিলে পাই!