You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৭

in আমার বাংলা ব্লগ3 months ago

অণু গল্প -
একটি গ্রামে বর্ষাকালে একটি বিয়ের আয়োজন চলছিল। বিয়ের দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়, এবং শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। বর-কনের পরিবার ভেবেছিল, বৃষ্টির কারণে অতিথিরা হয়তো কম আসবে, তাই তারা কিছুটা চিন্তিত ছিল।

কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হতেই বৃষ্টি আরও তীব্র হয়ে গেল। অতিথিরা ছাতা নিয়ে হাজির হলেও, সবার কাপড় ভিজে একাকার। এমন অবস্থায় গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, "এই বিয়ে তো মনে হচ্ছে খুব শুভ হবে। বর্ষার বৃষ্টি যেমন থামে না, তেমনই এই দম্পতির ভালোবাসাও কখনো থামবে না!"

এই কথা শুনে সবাই হেসে উঠলো। তারপর কেউ একজন মজা করে বলল, "হ্যাঁ, আর যদি ঝগড়া লাগে, তো সেই ঝগড়ার সময় এই বৃষ্টির মতো ঝর ঝর করে কান্না করতে হবে, আর বৃষ্টি থামলে মিটমাট!"

সবাই এই কথায় আরও হাসতে লাগল। বিয়ের অনুষ্ঠান চলতে থাকল, আর বৃষ্টির সাথে সাথে হাসির ঝরনাও চলতে থাকল।