You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪০৩ | সাপের চোখ থাকতে অন্ধ আর জোঁকের চোখ তো বন্ধ, তবুও এরা খতরনাক কেন?

in আমার বাংলা ব্লগ11 months ago

সাপ এবং জোঁক খতরনাক কারণ তাদের শারীরিক গঠন এবং জীবনীশক্তি তাদেরকে শিকারী হিসেবে দক্ষ করে তুলেছে।

সাপ: যদিও সাপের দৃষ্টিশক্তি কম, তবুও তারা অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। বিশেষ করে, সাপ তাদের জিহ্বা দিয়ে গন্ধ শুঁকে আশেপাশের শিকার বা শত্রু সম্পর্কে জানতে পারে। তাদের বিষাক্ত দাঁত বা শক্তিশালী শরীর শিকারকে দ্রুত নিরস্ত্র বা হত্যা করতে সক্ষম।

জোঁক: জোঁকের দৃষ্টিশক্তি প্রায় নেই বললেই চলে, কিন্তু তারা ত্বক দিয়ে বিভিন্ন রাসায়নিক সংকেত গ্রহণ করতে পারে। জোঁক মানুষের বা প্রাণীর ত্বক ছিদ্র করে রক্ত চুষে নিতে পারে, এবং তাদের লালায় এমন এনজাইম থাকে যা রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধা দেয়। এটি তাদের রক্তচোষা প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক করে তোলে।

Sort:  
 11 months ago 

তার মানে দুইজনেই সমান বিপদজনক তাইতো আপু।

 11 months ago 

একদম