মা দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা।এটা সত্যি যে তোমার মাথায় যে সমস্যাটা ছিল বাংলাদেশের প্রায় যতগুলো ডাক্তার দেখিয়েছি সবাই বলছে সুস্থ হতে পারবে না।এবং কোনদিন কখনো স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে না।আমি খুব ছোট হলেও আমার আত্মবিশ্বাস ছিল প্রখর।আর সীমাহীন বিশ্বাস ছিল সৃষ্টিকর্তার প্রতি।তাই নিজের মনোবলকে দুঢ় রেখে চেষ্টা চালিয়ে গিয়েছি তোমাকে সুস্থ করার।এমন কোন চেষ্টা নাই যেটি আমি করিনি।যাই হোক আমার বিশ্বাস ছিল তুমি সুস্থ হবে তুমি পারবে তুমি পেরে দেখিয়েছো এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।আমি জানি তুমি একদিন অনেক বড় হবে।বরাবরের মতো আজও বলি তুমি তোমার স্বপ্নকে ছাড়িয়ে যাবে একদিন।তোমার মত সন্তানের মা হতে পেরে নিজেকে আদর্শ মা দাবি করতে পারি♥♥।
দোয়া করো আমি যেন তোমার সব আশা গুলো পূরণ করতে পারি।