☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে টপ সহ ফুলের গাছ ꧂
সকলকে 🥀শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕
বন্ধুরা আজ আমি "এসো নিজে করি" প্রজেক্টে ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই নতুনত্ব আপনাদের মনে স্থান করে নেবে। আজ আমি ক্লে দিয়ে খুবই চমৎকার টপ সহ ফুল বানিয়েছি।
DIY প্রোজেক্ট-ও অনুভূতি
আজ আমি ক্লে দিয়ে একটি অসাধারণ ফুলের টপসহ ফুল তৈরি করেছি, যা সত্যিই মুগ্ধকর। গোলাপি, সবুজ, হলুদ, নীল ও লাল রঙের সমন্বয়ে গড়া এই ফুলগাছটি যেন প্রাণবন্ত একটি চিত্র, যা দেখতে প্রতিটি মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করে।
ফুলগুলো তৈরি করার প্রক্রিয়ায় আমি সময়ের স্রোত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। ক্লের সঙ্গে খেলা করতে করতে আমার মনে হচ্ছিল, প্রকৃতির সৌন্দর্যকে আমি নিজের হাতে তুলে নিচ্ছি। প্রতিটি রঙের নির্বাচন যেন আমার আবেগের একটি প্রতিফলন। গোলাপি রংটি আমাকে নরমতা ও ভালোবাসার স্মরণ করায়, হলুদ রঙের উজ্জ্বলতা যেন সুখের আলোর প্রতীক, আর নীল ও সবুজ রংগুলোতে যেন প্রকৃতির শান্তি ও শান্ত অনুভূতি ফুটে উঠেছে।
প্রতিটি পঙ্ক্তির দিকে তাকালে মনে হচ্ছিল, আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি। এই সৃষ্টি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং এটি আমার আত্মার এক অংশ। আমি যখন এই ফুলগুলোকে দেখি, তখন মনে হয়, এই ফুলের মধ্য দিয়ে আমি আমার অনুভূতিগুলোকে প্রকাশ করেছি।
এটি একটি সময়ের সৃষ্টি, যেখানে আমি খুঁজে পেয়েছি আমার সৃজনশীলতার গভীরতা। কাজটি করতে গিয়ে আমি এক গভীর শান্তি অনুভব করেছি, যা আমাকে নতুন চিন্তাভাবনার দিকে নিয়ে গেছে। আমি চাই এই ফুলগুলো শুধু আমার জন্য নয়, বরং অন্যদের মনেও আনন্দ এবং অনুপ্রেরণা বয়ে আনুক।
শিল্প সৃষ্টির এই অভিজ্ঞতা আমাকে মনে করিয়ে দিয়েছে, সৃষ্টির মধ্যে থাকা আনন্দ এবং আমাদের চারপাশের সৌন্দর্যকে কীভাবে আমরা শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারি। আশা করি, আমার এই ফুলগুলো সকলের মনে স্নিগ্ধতা ও সুখের বীজ বপন করবে।
☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে টপ সহ ফুলের গাছ ꧂
- বিভিন্ন রঙের ক্লে
প্রথমে মাটি রংয়ের ক্লে দিয়ে হাতের সাহায্যে
এভাবে গোল করে নিলাম।
এবার এভাবে গোল এবং ডিজাইন করে টপ তৈরী করবো।
এবার সাদা রঙের ক্লে দিয়ে গোল করে টপের মাঝখানে ঢুকিয়ে দিলাম।
এবার হলুদ রঙের ক্লে দিয়ে টপের মুখে ডিজাইন করে নিলাম।
ক্লে দিয়ে চমৎকার কয়েকটি ফুল বানিয়ে নিলাম ও সবুজ রঙের ক্লে দিয়ে এভাবে গাছের ডাল বানিয়ে সেট করে দিলাম।
- এবার ফুল পাতা সেট করে দিলাম। তৈরি করে হয়ে গেলো টপ সহ ফুলের গাছ।
আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।
বিষয়: ডাই প্রজেক্ট
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ক্লে দিয়ে টপ সহ ফুলের গাছ বানিয়েছেন ভীষণ চমৎকার সুন্দর হয়েছে।ধাপে ধাপে ক্লি দিয়ে ফুলও টব তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর ফুলের টব ও ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
সুন্দর মার্জিত মন্তব্য করবে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের ফুল তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে টপ সহ ফুলের গাছ তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি ফুল দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনার তৈরি করা ক্লে দিয়ে টপ সহ ফুলের গাছ টি অসাধারণ হয়েছে।
চমৎকার মন্তব্য করে আমাকে উজ্জীবিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
রংবেরঙের কে দিয়ে তুমি বেশ সুন্দর একটি টব সমেত ফুল বানিয়েছো। আসলেই মনে হচ্ছে কোন একটা ফুলের ছবি। এইতো সেদিন ক্লে হাতে নিয়ে কাজ করতে শুরু করলে আর এর মধ্যে কি দারুন দারুন ডিজাইন বানাচ্ছো। নিজেকে নতুন নতুন রূপে আবিষ্কার করার ইচ্ছা তোমার মধ্যে রয়েছে,সেই গুনটাই আকর্ষণীয়।
ছোটবেলা থেকেই শেখার প্রতি আগ্রহ আমার অনেক বেশি। আর তাইতো এখনো শিখছি, প্রতি নিয়ত শিখব। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তবে ক্লে দিয়ে খেলতে এখন দারুন লাগে।
এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর ভাবে এই ফুল গাছটি আমাদের মাঝে তৈরি পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
ক্লে দিয়ে বানানো এই ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য আমাকে সব সময় উজ্জীবিত করে।
ক্লে দিয়ে দারুন একটি ফুলদানি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলদানি টি দেখতে অসাধারণ হয়েছে। খুবই নিখুঁতভাবে কাজটির সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। ভালো থাকবেন সব সময়।
ক্লে ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ফুলের টপসহ গাছ তৈরি করেছেন ।আসলেই আমার কাছে এই পোস্টটি অনেক ভালো লেগেছে। এত সুন্দর ড্রাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুরুতে বলছি আপনার বানানের মিসটেক হয়েছে সেটা একটু ঠিক করে নিয়েন। আমারও হয় এমনটা। আর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ক্লে দিয়ে খুব সুন্দর একটা ফুল এবং ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি টা অনেক বেশি কিউট লাগছে দেখতে। ফুলগুলো খুব সুন্দরভাবে তৈরি করছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্টটা দেখে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আমার কাছেও বেশ ভালো লেগেছিল ফুলের টপটি। গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।
ফুল এবং ফুলের গাছ দুটোই অনেক সুন্দর হয়েছে আপু। সত্যি আপু আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যাই। অসাধারণ হয়েছে আপনার এই পোস্ট। দেখতেও দারুণ লাগছে। অনেক কালারফুল লাগছে আপু।
বরাবরের মতোই আপনার সুন্দর মন্তব্য আমাকে উজ্জীবিত করে। সেই সাথে নতুন নতুন সৃষ্টি কর্ম করতে অনুপ্রেরণা পাই।
ক্লে দিয়ে অসাধারণ টপ সহ ফুলের গাছ তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।খুব নিখুঁতভাবে কাজটি করেছেন। এ কাজগুলো করতে অনেক সময় লাগে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ছিল । ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট ধাপে ধাপে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
তবে এটা ঠিক বলেছেন আপু। এভাবে কাজ করতে গেলে অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়। তবেই কাজটি নিখুঁত আকর্ষণীয় হয়।
ক্লে দিয়ে এরকম ফুলের গাছ তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে টপসহ ফুলের গাছ তৈরি করেছেন বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে। অনেক সুন্দর করে এবং দক্ষতার সাথে পুরোটা আপনি তৈরি করে নিয়েছেন। আপনার দক্ষতার প্রশংসা যতই করবো ততই কম হবে।
চেষ্টা করি আর মজার ছলে তৈরি করি। তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে সব সময় উজ্জীবিত করে নতুন কিছু করার জন্য। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সব সময় প্রিয় আপু।